ব্রিক্স দেশগুলোর উত্পাদন ক্ষমতার পরিপূরক ব্যবস্থা, নতুন উন্নয়ন ব্যাংক ও সামাজিক পুজির ভূমিকা প্রয়োজন: চীনা বিশেষজ্ঞ
  2017-08-22 16:59:25  cri
অগাস্ট ২২: ব্রিক্স দেশগুলোর শীর্ষ নেতাদের নবম বৈঠক আগামী সেপ্টেম্বরে চীনের ফু চিয়ান প্রদেশের সিয়ামেনে অনুষ্ঠিত হবে। ব্রিক্স দেশগুলোর মধ্যে উত্পাদন ক্ষমতার পরিপূরক ব্যবস্থা এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি নতুন উন্নয়ন ব্যাংক ও সামাজিক পুজির ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চীনের আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক একাডেমীর বিশ্ব অর্থনীতি গবেষণা বিভাগের সাবেক পরিচালক চেন ফেং ইং। সুপ্রিয় শ্রোতা, আজকের সংবাদ পর্যালোচনায় অর্থনীতিবিদ চেন ফেং ইং'র মন্তব্য নিয়ে আলোচনা করবো।

সর্বশেষ এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ক্রয় ক্ষমতার সমতা হিসাবে ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্রিক্স দেশগুলোর জিডিপি'র পরিমাণ বিশ্বের মোট জিডিপি'র ২২.৯ শতাংশ থেকে বেড়ে ৩০.৭ শতাংশে দাঁড়িয়েছে। যা বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ৫২ শতাংশ অবদান রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে ব্রিক্স দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পার্থক্য দেখা গেছে। সম্পদশালী দেশ রাশিয়া, ব্রাজিল ও আফ্রিকাসহ ব্রিক্স দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমে গেছে। এ প্রসঙ্গে গতকাল (সোমবার) চীনের প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে চীনের আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক একাডেমীর বিশ্ব অর্থনীতি বিভাগের সাবেক পরিচালক চেন ফেং ইং বলেন,

'ব্রিক্স দেশগুলোর মধ্যে উত্পাদন সক্ষমতায় ব্যাপক পরিপূরক ব্যবস্থা বিদ্যমান। যেমন কম প্রবৃদ্ধি অর্জনকারী কয়েকটি দেশে প্রক্রিয়াজাত শিল্প আছে কিন্তু সহযোগী শিল্পের অভাব বিদ্যমান। এ ক্ষেত্রে চীন তাদের পরিপূরক হিসেবে কাজ করে। আশা করা যায়, সিয়ামেন শীর্ষ বৈঠকের মাধ্যমে উত্পাদন সক্ষমতা সহযোগিতা জোরালো হবে। যেমন পরিসেবা শিল্পে সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগ আরও সুবিধাজনক হতে পারে। এমনকি অর্থনৈতিক প্রযুক্তির ক্ষেত্রেও সহযোগিতা আরও জোরদার করার সুযোগ রয়েছে।

২০১৫ সালের জুলাই মাসে ব্রিক্স উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এর মাধ্যমে ব্রিক্স দেশগুলোতে উত্পাদন সক্ষমতা সহযোগিতা জোরদারের পাশাপাশি বিভিন্ন দেশের শিল্পায়ন প্রক্রিয়া ও অর্থনৈতিক রূপান্তর বেগবান হবে। ব্রিক্স উন্নয়ন ব্যাংক পাঁচটি ব্রিক্স দেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রাথমিক পুঁজির পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলার। ৫টি উদ্যোক্তা দেশ এতে বিনিয়োগ করেছে। ব্যাংকটির সদর দপ্তর চীনের শাংহাইতে অবস্থিত। গত বছর থেকে এ ব্যাংক ঋণদান শুরু করেছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৭টি প্রকল্পে ১৫০ কোটি মার্কিন ডলার অর্থায়ন করেছে। অবকাঠামো সক্ষমতায় তুলনামূলক পিছিয়ে থাকা দেশগুলো এই ঋণ পেলে তা অন্য দেশের সঙ্গে তাঁদের উত্পাদন সক্ষমতার ব্যবধান হ্রাসে সহায়ক হবে। চেন ফেং ইং বলেন, নতুন ব্যাংক ব্রিক্স দেশগুলোর মধ্যকার সহযোগিতার বাস্তব প্রতীক। এর আরও ভূমিকা পালন করা উচিত। তিনি বলেন,

নতুন ব্যাংক চালু হয়েছে বেশি সময় হয়নি, তা সত্ত্বেও তার অর্থবহ কার্যক্রম চলছে। এ ব্যাংক বিশ্ব অর্থনীতি ব্যবস্থাপনার প্রতীক এবং ব্রিক্স দেশগুলোর সহযোগিতার ভিত্তি। ব্রিক্স এ পর্যন্ত দশ বছর অতিক্রম করেছে। নতুন ডেভেলপমেন্ট ব্যাংক ব্রিক্সের বাস্তব সহযোগিতার প্রতীক।

এছাড়া ছেন ফেং ইং আরও বলেন, নতুন ডেভেলপমেন্ট ব্যাংকসহ ব্যাংকিং সংস্থার ভূমিকার পাশাপাশি সরকারী ও সামাজিক পুজি সহযোগিতার মাধ্যমে ব্রিক্স দেশগুলোর উত্পাদনের ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করা যায়।

তিনি বলেন,

'বেসরকারী অর্থনীতি বা বেসরকারী বিনিয়োগ সে পাঁচটি দেশে যথেষ্ট পরিমাণে রয়েছে। যদি আমরা সেগুলো ব্যবহার করতে পারি, তাহলে বিরাজমান এশীয় বিনিয়োগ ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও নতুন উন্নয়ন ব্যাংকের তুলনায় তা আরও কার্যকর হবে। এখানে বেসরকারী বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। তাই আমাদের মধ্যে সহযোগিতার নতুন পদ্ধতি খুঁজে বের করে তা ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ।

(রুবি/মহসীন/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040