ভারতকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মেনে চলার তাগিদ চীনের
  2017-08-22 14:26:52  cri
অগাস্ট ২২: গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বলেছেন, সম্প্রতি চীন-ভারত সীমান্তে দু'পক্ষের অপ্রীতিকর ঘটনার নিশ্চিত তথ্য পেয়েছে বেইজিং। গত ১৫ অগাস্ট চীনের সীমান্ত রক্ষী চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলের বেন গং অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চীনের অংশে নিয়মিত টহলের সময় ভারতের সীমান্তরক্ষীদের আক্রমনের শিকার হয়। এতে চীনা সীমান্তরক্ষী আহত হয়েছে।

হুয়া উল্লেখ করেন, ভারতের এ আচরণ সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার বিষয়ে মতৈক্যের ক্ষতি ঘটিয়েছে। এতে এই দু'টি দেশের মধ্যকার সীমান্তের পশ্চিমাঞ্চলের পরিস্থিতি উত্তেজনাসংকুল হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, ভারতের আচরণে চীন প্রবলভাবে অসন্তুষ্ট। এ ব্যাপারে ভারতকে কঠোর মনোভাবের কথা জানিয়ে দিয়েছে চীন। ভারতকে ১৯৫৯ সালে প্রণীত বাস্তব নিয়ন্ত্রণ রেখা এবং দু'দেশের সংশ্লিষ্ট চুক্তি মেনে চলার তাগিদ দিয়েছে চীন।

(জিনিয়া/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040