সামুদ্রিক রেশম পথ সংলগ্ন দেশগুলোর প্রধান প্রধান মিডিয়ার থিয়েন চিন সফর
  2017-08-22 09:54:07  cri
সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান 'সাহিত্য ও সংস্কৃতি'। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু ওয়াং ছুই ইয়াং জিনিয়া।

প্রথমে কয়েকটি সাংস্কৃতিক খবর শুনবো।

'ছোট্ট সুইজারল্যান্ড'

লু লাং তিব্বতের লিনজি অঞ্চলে অবস্থিত। তিব্বতের ছোট্ট সুইজারল্যান্ড' বলে ডাকা হয় একে। লিনজি শহর থেকে ৮০ কিলোমিটার দূরের এ অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৭০০ মিটার উঁচুতে অবস্থিত। সিচুয়ান-তিব্বত মহাসড়কে পড়েছে লু লাং। গোটা মহাসড়কের দু'পাশে ঝোপ-ঝাড়, গাছপালা। আশে পাশে নদীও আছে। সারা বছর সেখানে সুন্দর সবুজ দেখা মেলে। আরও দেখতে চাইলে ক্লিক করুন নিচের লিঙ্কে।

এবারে থাইল্যান্ডে চীনা গ্লাস-শিল্প প্রদর্শনী শিরোনামে একটি সাংস্কৃতিক খবর শুনবো।

গত ৫ অগাস্ট সকালে 'একটি ফুলে একটি বিশ্ব—সমসাময়িক চীনা গ্লাস-শিল্প প্রদর্শনী'-র উদ্বোধন করা হয় থাইল্যান্ডের চীনা সাংস্কৃতিক কেন্দ্রে। চীন ও থাইল্যান্ডের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।থাইল্যান্ডে চীনের রাষ্ট্রদূতের স্ত্রী ম্যাডাম ছু ছিং লিন, চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর, ব্যাংককে চীনা সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ম্যাডাম লান হং সু এবং থাইল্যান্ড-চীন সাংস্কৃতিক উন্নয়ন কমিটির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল পিটাক জারুসম্বাতসহ বহু অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এবার প্রদর্শনীতে আধুনিক গ্লাস শিল্পী ইয়াং হুই সান ও দম্পতি জিয়াং ই'র ১৯টি বড় গ্লাস এবং কাঁচের বুদ্ধ মূর্তি প্রদর্শিত হয়। এ গ্লাসকর্মগুলো বেইজিং প্যালেস মিউজিয়াম, চীন আর্ট মিউজিয়াম, সাংহাই ওয়ার্ল্ড এক্সপো এবং ব্রিটেন ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের যাদুঘরে প্রদর্শীত হয়েছে। প্রথম বারের মত এবার থাইল্যান্ডের জনগণের জন্য এগুলো প্রদর্শন করা হলো।

থাইল্যান্ডে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর, ব্যাংককে চীনা সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ম্যাডাম লান হং সু অনুষ্ঠানে বলেন, চীনা সংস্কৃতি অনেক গভীর। এর আছে লম্বা ইতিহাস। গ্লাস শিল্প আসলে চীনা অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের এক প্রতিনিধি। বিশেষ করে এবারের প্রদর্শনীর প্রতিবাদ্য 'একটি ফুলে একটি বিশ্ব ' এ চীনা দর্শন এবং বৌদ্ধ চিন্তা প্রতিফলিত হয়েছে। তিনি আশা করেন থাইল্যান্ডের দর্শকরা এ সুযোগের মাধ্যমে কাছ থেকে চীনা সংস্কৃতিকে উপভোগ করতে পেরেছে।

বন্ধুরা, সাংস্কৃতিক খবর পর্ব এখানেই শেষ। এবারে শুনুন 'সামুদ্রিক রেশম পথ সংলগ্ন দেশগুলোর প্রধান প্রধান মিডিয়ার থিয়েন চিন সফর' শিরোনামে একটি সাংস্কৃতিক প্রবন্ধ।

৯ অগাস্ট সকালে চীন আন্তর্জাতিক বেতার, চীন পাবলিক কূটনীতি অ্যাসোসিয়েশন, থিয়েন চিন নগর কমিটির প্রচার বিভাগের যৌথ উদ্যোগে 'সামুদ্রিক রেশম পথ সংলগ্ন দেশগুলোর প্রধান প্রধান মিডিয়ার থিয়েন চিন সফর' সকল মিডিয়ার আন্তর্জাতিক সংস্কৃতি প্রচার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান থিয়েন চিন শহরের ডিজিটাল ব্রডকাস্ট বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয়।

এবারের অনুষ্ঠানে ফিলিপাইন নিউজ এজেন্সি, ইন্ডিয়া এক্সপ্রেস পত্রিকা, দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় দৈনিক, মায়ানমার স্কাইনেট টিভি, লাওস ভিয়েনতিয়ান টাইমস, বাংলাদেশের একটি সংবাদপত্র এবং আফগানিস্তান পার্কার ওয়াকার নিউজ এজেন্সিসহ প্রায় ২০টি দেশের শীর্ষ মিডিয়া, বেইজিং টিভি স্টেশন, কুয়াংতুং টিভি স্টেশনসহ প্রায় ১০টি প্রদেশ এবং শহরের মিডিয়াকে আমন্ত্রণ করা হয়েছে। তিন দিনের এই সফরে মিডিয়া প্রতিনিধিরা থিয়েন চিন'র অবাধ বাণিজ্য এলাকার ব্যবস্থাপনা কমিটির কেন্দ্রীয় ব্যবসা অঞ্চল সফর করে, 'এক অঞ্চল, এক পথ নির্মাণে থিয়েন চিনের শিল্পপ্রতিষ্ঠান শীর্ষক' আলোচনা সভায় অংশ নেন। তাছাড়া প্রতিনিধিরা পঞ্চম এভিনিউ সাংস্কৃতিক পর্যটন এলাকা এবং থিয়েন চিন ক্রীড়া জাদুঘর পরিদর্শন করেন।

থিয়েন চিন নগর কমিটির স্থায়ী সদস্য, নগর কমিটির প্রচার বিভাগের মন্ত্রী ছেন চিয়ে মিন জানিয়েছেন, থিয়েন চিন শহর হলো 'এক অঞ্চল, এক পথ'র ১৫টি গুরুত্বপূর্ণ বন্দর প্রকল্পের অন্যতম। শহরের দৃঢ় শিল্প ভিত্তি ‌ও সার্বিক সহায়ক সুবিধা ব্যবস্থা আছে। 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে ইতিবাচকভাবে অংশ নিয়ে উঁচু মানের একটি মুক্ত বৈদেশিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করবে থিয়েন চিন। তিনি আশা করেন, আরো বেশী মানুষ থিয়েন চিন-এ এসে শহরের অর্থনৈতিক উন্নয়ন ও সমন্বিত পরিবেশ এবং থিয়েন চিন-'এক অঞ্চল, এক পথ'র ঘনিষ্ঠ সম্পর্ক প্রত্যক্ষ করবেন।

চীন আন্তর্জাতিক বেতারের উপ-মহাপরিচালক থিয়েন হং ইয়ু উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বর্তমানে চীন আন্তর্জাতিক বেতার প্রতিদিন ৬৫টি ভাষায় বিশ্বে অনুষ্ঠান সম্প্রচার করছে। তাছাড়া 'এক অঞ্চল, এক পথ'-এ ইতিবাচকভাবে সমর্থন করছে। চীন পাবলিক কূটনীতি অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' সম্প্রচার অঞ্চল প্রতিষ্ঠা করছে। 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশগুলোকে আমন্ত্রণ করে চীনের বিভিন্ন শহরের উন্নয়ন, সংস্কৃতি উপভোগ করার সুযোগ করে দেয় সিআরআই। তিনি আশা করেন এবার 'সামুদ্রিক রেশম পথ সংলগ্ন দেশগুলোর প্রধান প্রধান মিডিয়ার থিয়েন চিন সফর এই দেশগুলোর মধ্যে মৈত্রী আরও গভীর করবে।

থিয়েন চিন'র 'এক অঞ্চল, এক পথ' বিষয়ক কর্মগ্রুপের উপ-পরিচালক তু উয়েই আশা করেন এবারের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব, বিশেষ করে 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশগুলোর প্রধান প্রধান মিডিয়া শহরটি সম্পর্কে আরো জানতে পারবে। তাছাড়া সামুদ্রিক রেশম পথের দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে অভিন্ন উন্নয়ন বাস্তবায়নও থিয়েন চিন'র প্রত্যাশা।

ফিলিপাইন সংবাদ সংস্থার মিউজিকো জেলি চীনা ও বিদেশী সাংবাদিকদের পক্ষ থেকে জানান, চীন ও আসিয়ানের মধ্যে বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের ভূমিকা জানতে চান তাঁরা। তাছাড়া তাঁরা থিয়েন চিন শহরের সৌন্দর্য ও সংস্কৃতি জানতে পারলে চীন-আসিয়ান সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময় ও সহযোগিতা প্রচারে আরো ভাল প্রবন্ধ লিখতে পারবেন।

'সামুদ্রিক রেশম পথ'র গুরুত্বপূর্ণ শহর হিসেবে থিয়েন চিন এর আছে ৬'শ বছরের বেশী ইতিহাস। এটি চীনের উত্তরাঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ একটি শহর। 'এক অঞ্চল, এক পথ' নির্মাণকাজ এবং বেইজিং-থিয়েনচিন-হেবেই অভিন্ন উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে থিয়েন চিন। চীন আন্তর্জাতিক বেতার চীনের একমাত্র জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক বেতার। সাম্প্রতিক বছরগুলোতে থিয়েন চিন রেডিও এবং টেলিভিশন সিআরআই ও চীন পাবলিক ফরেন রিলেশনস এসোসিয়েশনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে বিশ্বের কাছে থিয়েন চিনের গল্প প্রচার করে যাচ্ছে।

বন্ধুরা, 'সামুদ্রিক রেশম পথ সংলগ্ন দেশগুলোর প্রধান প্রধান মিডিয়ার থিয়েন চিন সফর' শিরোনামে প্রবন্ধটি এখানেই শেষ। এখন শুনুন আমার সহকর্মী টুটুলের উপস্থাপনায় দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক পর্ব।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমত্কার পরামর্শ আশা করছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়ান।

(জিনিয়া/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040