তাল আফার আইএসমুক্ত করতে ইরাকি বাহিনীর অভিযান শুরু হচ্ছে
  2017-08-20 18:15:13  cri
অগাস্ট ২০: তাল আফার এলাকা আইএসমুক্ত করতে অভিযান শুরু করতে যাচ্ছে ইরাকি বাহিনী। আজ (রোববার) এ টিভি ভাষণে এ ঘোষণা দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

তিনি আইএস জঙ্গিদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, হয় আত্মসমর্পণ, না হয় মৃত্যু। তিনি জানান, ইরাকি সরকারি বাহিনীর সন্ত্রাসদমন ইউনিট, ফেডারেল পুলিশ, এবং শিয়া মিলিশিয়ারা যৌথভাবে বিমান বাহিনীর সহযোগিতায় এ আক্রমণ চালাবে।

উল্লেখ্য, ইরাকি সেনাবাহিনীর সূত্রমতে তাল আফারে অন্তত দুই হাজার আইএস জঙ্গি আছে। (সুবর্ণা/আলিম/উর্মি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040