ইউননানে 'ব্রিক্স নির্মাতা প্রতিযোগিতা'
  2017-08-19 19:12:18  cri

অগাস্ট ১৯: আজ (শনিবার) ইয়ুনান প্রদেশের খুনমিং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় 'ব্রিক্স নির্মাতা প্রতিযোগিতা'। চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ ব্রিক্সভুক্ত দেশগুলোর নির্মাতারা এতে অংশ নেন। প্রতিযোগিতার মাধ্যমে তারা উদ্ভাবনসম্পর্কিত চিন্তাভাবনা বিনিময় করেন।

এ প্রতিযোগিতা হচ্ছে 'ব্রিক্স দেশগুলোর দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত উদ্ভাবন' শীর্ষক ধারাবাহিক কর্মসূচির অন্যতম। চীনের বিভিন্ন অঞ্চলের ৭০টিরও বেশি প্রতিনিধিদল এ প্রতিযোগিতায় অংশ নেয়। রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় ব্রিক্স পর্যবেক্ষণ গ্রুপ।

রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান মনে করেন, বিভিন্ন অঞ্চলের যুবকযুবতীরা উদ্ভাবনের মাধ্যমে জনজীবনে গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন আনছেন। ব্রিক্স দেশগুলোর নির্মাতাদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের তাত্পর্য আছে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040