সংঘাতপূর্ণ অঞ্চলের নাগরিক ও ত্রাণকর্মীদের রক্ষার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
  2017-08-19 17:17:16  cri
আগস্ট ১৯: পৃথিবীর বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক নাগরিক ও ত্রাণকর্মীদের রক্ষা-ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস। তিনি গতকাল (শুক্রবার) নিউইয়র্কে বিশ্ব জনহিতকর দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সভায় এ আহ্বান জানান।

তিনি সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে বেসামরিক নাগরিক ও ত্রাণকর্মীদের উপর বিভিন্ন সময়ে চালানো হামলাসমূহের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক নাগরিকদের রক্ষা করা একটা কঠিন চ্যালেঞ্জ। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, এসব অঞ্চলে ত্রাণকর্মীরা ক্রমবর্ধমান হামলার শিকার হচ্ছেন।

মহাসচিব আরও বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক বিষয়। প্রতিটি নাগরিকের নিরাপত্তা পাবার অধিকার রয়েছে। বিশেষ করে, যেসব কর্মী ত্রাণকাজে ও দুর্গতদের চিকিত্সাসেবায় নিয়োজিত, তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।

সভায় জানানো হয়, গতবছর গোটা বিশ্বে কর্মরত মানবিক ত্রাণকর্মীদের ওপর ১৫৮টি হামলা চালানো হয়েছে। এ সব হামলায় ১০১ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। এ ছাড়া, এ সময় ৮৯ জন ত্রাণকর্মীকে অপহরণও করা হয়।(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040