বার্সেলোনা হামলায় আহত তাইওয়ানের দুই অধিবাসীর অবস্থা গুরুতর- সন্ত্রাস দমনে চীনের অঙ্গীকার পুনঃব্যক্ত
  2017-08-18 19:18:33  cri
আগস্ট ১৮: স্পেনের বার্সেলোনায় ভ্যান হামলায় আহত দু'জন তাইওয়ানের বাসিন্দার অবস্থা গুরুতর। তাছাড়া, হংকং এর একজনও আহত হয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং ছুন ইং। আজ (শুক্রবার) পেইচিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র এ খবর জানান।

চীনা মুখপাত্র বলেন, চীন বার্সেলোনায় সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানায়। নিহতদের প্রতি গভীর শোক এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বার্সেলোনায় চীনের কনসুলেট জেনারেল এ ঘটনার ওপর নিবিড় নজর রাখবে এবং আহত চীনা নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

চীনা মুখপাত্র আবারো জোর দিয়ে বলেন যে, চীন সব ধরনের সন্ত্রাসী তত্পরতা বিরোধিতা করে এবং স্পেনসহ আন্তর্জাতিক সমাজের সন্ত্রাস দমনের প্রচেষ্টাকে সমর্থন করে। এ ক্ষেত্রে চীন সংশ্লিষ্ট দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

(স্বর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040