ফিলিপাইনে মাদকবিরোধী অভিযান
  2017-08-18 18:56:38  cri

অগাষ্ট ১৮: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার বিভিন্ন জায়গায় বুধ ও বৃহস্পতিবার চালানো মাদকবিরোধী অভিযানে ২৫জনকে হত্যা ও ৭০ জনকে গ্রেফতা করা হয়েছে। দেশটির পুলিশ গতকাল (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।

গ্রেফতার এড়াতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় এসব সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়। নিহত ২৫জনের মধ্যে ১৪জন মাদক ব্যবসা এবং ১১জন ছিনতাইর সঙ্গে জড়িত।

ম্যানিলায় অবৈধ মাদকদ্রব্য ব্যবসা বন্ধের উদ্দেশ্যে এবারের অভিযান চালায় পুলিশ।

এদিকে, একই সময়ে ম্যানিলার উত্তরে বূলাকাণ প্রদেশে চালানো মাদকবিরোধী অভিযানে ৩২জনকে হত্যা ও ১০৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

(শিশির/ মহসীন/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040