বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা
  2017-08-18 18:55:39  cri

অগাষ্ট ১৮: স্পেনের বার্সেলোনায় গতকাল (বৃহস্পতিবার) পর্যটকদের উপর একটি ভ্যান তুলে দিয়ে হামলার ঘটনায় ১৩জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছ। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। আন্তর্জাতিক সম্প্রদায় এ হামলার তীব্র নিন্দা এবং নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে নিহতদের পরিবার ও স্পেন সরকারের প্রতি সমবেদনা এবং আহতদের আরোগ্য কামনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্পেনের সন্ত্রাস দমন ব্যবস্থাকে সমর্থন করে নিরাপত্তা পরিষদ। এতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্ত্রাসবাদ এবং চরমপন্থী সহিংসতা দমন অভিযান জোরদার করা উচিত্। নিরাপত্তা পরিষদ পুনরায় ঘোষণা করে যে, সন্ত্রাসী তত্পরতা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর যে হুমকি সৃষ্টি করে তার বিরুদ্ধে সব দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ঘটনার সাথে জড়িত মূল হোতা এবং সহায়তাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবী জানানো হয় বিবৃতিতে। সকল দেশকে আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী স্পেন সরকারের সঙ্গে সহযোগিতা করার তাগিদ দেয় নিরাপত্তা পরিষদ।

ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় দেশের নেতারা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম বা সরকারি ওয়াবসাইটের মাধ্যমে এ হামলার তীব্র নিন্দা জানান। এতে সন্ত্রাস দমনে ইউরোপের ঐক্যবদ্ধ অবস্থানের অঙ্গীকার করা হয়।

(শিশির/ মহসীন/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040