অক্টোবর মাসে জেনিভায় অনুষ্ঠিত হবে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা
  2017-08-18 18:54:30  cri

অগাষ্ট ১৮: জাতিসংঘ মহাসচিবের সিরিয়া বিষয়ক বিশেষ দূত ষ্টেফেন ডি মাস্তুরা গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, সেপ্টেম্বর মাসে তিনি জেনিভায় সিরিয়া বিষয়ক একটি 'প্রস্তুতিমূলক' শান্তি আলোচনা আয়োজন করবেন। তবে এই বিষয়ে বাস্তব ও অর্থবহ আলোচনা অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।

জেনিভায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ষ্টেফেন ডি মাস্তুরা বলেন, আগামী কয়েক সপ্তাহে সিরিয়া সমস্যা নিয়ে নতুন দফা আসতানা সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদও সিরিয়া বিষয়ে একটি উচ্চ পর্যায়ের আলোচনা আয়োজন করবে। তিনি আরও বলেন, বর্তমানে জেনিভা আলোচনায় অংশগ্রহণকারী তিনটি বিরোধী প্রতিনিধিল শিগ্রই একটি সম্মেলনের মাধ্যমে যৌথ বিরোধী প্রনিতিধি দল গঠনের বিষয় নিয়ে আলোচনা করবে। পাশপাশি আন্তর্জাতিক সম্প্রদায় নিজের ভূমিকা পালন করে যত দ্রুত সম্ভব সিরিয়া সরকার ও বিরোধী দলের মধ্যে সরাসরি আলোচনা বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন ষ্টেফেন ডি মাস্তুরা।

(শিশির/ মহসীন/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040