ব্রিক্স দেশের রাষ্ট্রীয় প্রশাসন সংক্রান্ত ফোরাম সমাপ্ত
  2017-08-18 18:28:24  cri
আগস্ট ১৮: ব্রিক্স দেশের রাষ্ট্রীয় প্রশাসন সংক্রান্ত দুই দিনের ফোরাম চীনের ফু চিয়েন প্রদেশের ছুয়ান চৌ শহরে আজ শেষ হয়েছে। এবারের ফোরামের প্রতিবাদ্য ছিল 'উন্মুক্ত ও সকলের অংশ গ্রহণ, পারস্পরিক উপকার লাভ এবং সকলেই জয়ী হওয়ার পরিস্থিতির ভিত্তিতে মানব জাতির অভিন্ন লক্ষ্যের সম্প্রদায় গঠন করা'। ব্রিক্স দেশসহ বিভিন্ন উন্নয়নশীল ও উদীয়মান দেশসমূহের রাজনৈতিক, একাডেমিক ও শিল্পপ্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের মোট ১৬০জন প্রতিনিধি এবারের ফোরামে অংশগ্রহণ করেন।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত ব্রিক্স দেশের মধ্যে রাষ্ট্রীয় প্রশাসন সংক্রান্ত অভিজ্ঞতা আদান-প্রদান জোরদার করা সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নে এবারের ফোরাম আয়োজিত হয়। চীনের কেন্দ্রীয় প্রচার বিভাগের উদ্যোগে ন্যাশনাল স্কুল অফ এডমিনিস্ট্রেশন ও চীনের বিদেশী ভাষা ব্যুরোর যৌথ সহযোগিতায় এই ফোরাম আয়োজিত হয়।

ফোরামে 'ব্রিক্স দেশের রাষ্ট্রীয় প্রশাসন সংক্রান্ত ঘোষণা-ছুয়ান চৌ মতৈক্য' গৃহীত হয়। মতৈক্যের কয়েকটি প্রধান বিষয়ের মধ্যে আছে, প্রথমত, ব্রিক্স দেশসমূহের উচিত উন্নয়নকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া। দ্বিতীয়ত, ব্রিক্স দেশের মধ্যে উপকারী সহযোগিতা চালিয়ে উন্নয়নের আরো বড় সম্ভাবনা অনুসন্ধান করা। তৃত্বীয়ত, ব্রিক্স দেশের উচিত আন্তর্জাতিক প্রশাসনে সক্রিয় ভূমিকা পালন করে আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো আরো পূর্ণাঙ্গ করে উন্নয়নশীল ও উদীয়মান দেশগুলোর জন্য প্রতিনিধিত্ব ও মতামত রাখার অধিকার জোরদার করা। চতুর্থত, ব্রিক্স দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান ও একে ওপরের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে পারস্পরিক উন্নয়নে সুবিবেচনাপ্রসুত সমর্থন দেওয়া।

ফোরামে চীনা ও বিদেশী গবেষণা প্রতিষ্ঠানগুলো ধারাবাহিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

(স্বর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040