নাইজেরিয়ায় রেলপথ নির্মাণে চীনের সক্রিয় অংশগ্রহণ
  2017-08-18 18:26:14  cri
আগস্ট ১৮: নাইজেরিয়া 'রেলপথ নির্মাণ পরিকল্পনা'য় মোট ৪১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগ ও সরবরাহ মন্ত্রী রোটিমি আমায়চি। এ প্রক্রিয়ায় চীন সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

এ পরিকল্পনার মধ্যে আছে লাগোস-কানোর মধ্যে ১১ শো কিলোমিটার দীর্ঘ যাত্রী এবং মালবাহী ডুয়েল রেলপথ নির্মাণ প্রকল্প এবং লাগোস-কালাবার রেলপথ নির্মাণ প্রকল্প। এ দু'টো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার কোটি মার্কিন ডলার। চীনের আমদানি-রপ্তানী ব্যাংক- ইআইবিসি এই প্রকল্পে ঋণ দেবে। আমায়চি জানান, চীনের ভৌত প্রকৌশল নির্মাণ সংস্থা এ দুটি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। ২০১৯ সালের শেষ নাগাদ প্রকল্প দু'টি শেষ হওয়ার কথা।

নাইজেরিয়ার তেল উত্পাদনের পরিমাণ আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি। এই তেল থেকে আয় সরকারের মোট আয়ের তিন ভাগের দুই ভাগ। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস পাওয়ায় নাইজেরিয়ায় এখন ২৫ বছরের মধ্যে সবচেয়ে গুরুতর অর্থনৈতিক মন্দাবস্থা চলছে। এ প্রেক্ষিতে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি গত মার্চ মাসে অর্থনৈতিক পনরুদ্ধার ও প্রবৃদ্ধির পরিকল্পনা প্রকাশ করেন। তিনি দেশের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুতসহ অবকাঠামো প্রকল্প উন্নয়নের মাধ্যমে কৃষি ও উৎপাদন উন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছেন।

(স্বর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040