'এক অঞ্চল, এক পথ' প্রকল্প কার্যকরভাবে সামনে এগুচ্ছেঃ চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি
  2017-08-18 18:24:05  cri
আগস্ট ১৫: যোগাযোগ, উত্পাদন সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ ও শিল্প পার্ক নির্মাণে চীন এবং 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট দেশের সঙ্গে কার্যকর সহযোগিতা চলছে এবং এ প্রকল্প সুবিন্যস্থভাবে সামনে এগুচ্ছে বলে জানিয়েছে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি।

গতকাল (বৃহস্পতিবার) চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, 'এক অঞ্চল, এক পথ' প্রকল্পে যোগাযোগ উন্নয়ন সুষ্ঠুভাবে চলছে। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে বানদুং পর্যন্ত উচ্চ গতির রেলপথ, ইউনান থেকে লাওসের ভিয়েনতিয়ান পর্যন্ত রেলপথ, পাকিস্তানের গুয়াদাল বন্দরসহ বিভিন্ন প্রকল্প দ্রুতভাবে নির্মিত হচ্ছে। ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে জিবুতি পর্যন্ত এবং কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে মোমবাসা পর্যন্ত রেলপথ নির্মাণ সম্পন্ন হয়েছে। চীন-মিয়ানমার পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ কাজ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। চীন-ইউরোপ রেলপথে পণ্যবাহী ট্রেন এ পর্যন্ত ৪ হাজার বার যাতায়াত করেছে। এ রেলপথের মাধ্যমে ইউরোপের ১২টি দেশের ৩১টি শহরে যাওয়া যায়।

উত্পাদন শিল্প ক্ষেত্রের সহযোগিতা আরো গভীরতর হয়েছে। এ পর্যন্ত কাজাখস্তান, ইথিওপিয়াসহ ৩০টিরও বেশি দেশের সঙ্গে উত্পাদন ক্ষেত্রে চীনের সহযোগিতা চলছে।

বাণিজ্য-বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের প্রথমার্ধে চীনা শিল্পপ্রতিষ্ঠান 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট ৪৭টি দেশে ৬৬১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি।

বিদেশে শিল্প পার্কের নির্মাণ দ্রুত হচ্ছে। ২০১৬ সাল পর্যন্ত চীনা শিল্পপ্রতিষ্ঠান ২০টি দেশের মধ্যে ৫৬টি আর্থ-বাণিজ্য অঞ্চল নির্মাণ করেছে এবং এসব প্রকল্পে চীন সাড়ে ১৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

(স্বর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040