চীনের ফুচিয়েনে ব্রিক্সভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রশাসন-বিষয়ক আলোচনা সভা
  2017-08-18 15:50:00  cri

সংবাদ পর্যালোচনা

চীনের ফুচিয়েনে ব্রিক্সভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রশাসন-বিষয়ক আলোচনা সভা

অগাস্ট ১৮: ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে রাষ্ট্রপ্রশাসন-বিষয়ক আলোচনা সভা গতকাল (বৃহস্পতিবার) চীনের ফুচিয়েন প্রদেশের ছুয়ান চৌ শহরে শুরু হয়েছে। চীন, রাশিয়া, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ পাঁচটি ব্রিক্সভুক্ত রাষ্ট্র এবং তাঞ্জানিয়া, চিলি ও মেক্সিকোসহ কয়েকটি দেশের রাজনীতিবিদ ও থিঙ্ক ট্যাংকের বিশেষজ্ঞরা এতে অংশ নেন। তারা অভিন্ন উন্নয়ন এগিয়ে নেওয়া, সভ্যতার সমৃদ্ধি এবং গ্লোবাল গভর্নেন্স সিস্টেম উন্নত করাসহ বিভিন্ন ইস্যু নিয়ে গভীর বিনিময় করেন। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন আজকের সংবাদ পর্যালোচনায়। পরিবেশন করছি আমি জিনিয়া।

উন্মুক্ততা, নিরবচ্ছিন্নতা, পারস্পরিক কল্যাণ এবং উইন-উইন নীতি অনুযায়ী মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলতে একসঙ্গে কাজ করা-এবারের আলোচনার প্রধান প্রতিপাদ্য। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী চীনের কেন্দ্রীয় সভ্যতা অফিসের পরিচালক হুয়াং খুন মিং আলোচনা সভায় এক ভাষণে বলেন, রাষ্ট্রপ্রশাসন-বিষয়ক বিনিময় জোরদার করা ব্রিক্সভুক্ত দেশগুলোর নেতাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবারের আলোচনা সভার প্রধান লক্ষ্য ঐক্যমত্যের বিস্তারিত ব্যবস্থা গ্রহণ করা। এটি সিয়ামেন ব্রিক্স শীর্ষসম্মেলনের কাঠামোর একটি গুরুত্বপূর্ণ কাজ।

হুয়াং বলেন,

'গত দশ বছরে ব্রিক্সভুক্ত দেশগুলোর সহযোগিতা ফলপ্রসূ হয়েছে এবং ভালো ফলাফল অর্জিত হয়েছে। ব্রিক্সভুক্ত দেশগুলোর অভিন্ন উন্নয়ন ও কল্যাণ শেয়ার করে। বিভিন্ন রাষ্ট্র নিজ দেশের অবস্থা অনুযায়ী কার্যকর রাষ্ট্রপ্রশাসন-বিষয়ক ব্যবস্থা ও নীতি অনুসরণ করেছে, নিজের উন্নয়নের পথ খুঁজেছে এবং অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন অভিজ্ঞতা অর্জন করেছে।'

চীনের দ্রুত উন্নয়নের কারণে বিশ্বের অন্যান্য দেশ এখন চীনের রাষ্ট্রপ্রশাসন-বিষয়ক অভিজ্ঞতা শিখতে চায়। বিখ্যাত মার্কিন পণ্ডিত, চীন বিষয়ক বিশেষজ্ঞ, যুক্তরাষ্ট্রের খুন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রবার্ট লরেন্স খুন পশ্চিমা দৃষ্টিকোণ থেকে নতুন চীনের রাষ্ট্রপ্রশাসন পদ্ধতি ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন, চীনের প্রেসিডেন্টের রাষ্ট্রপ্রশাসন পদ্ধতি ব্রিক্স এবং অন্য দেশের জন্য উন্নয়নের মডেল হতে পারে।

তিনি বলেন,

"বিশ্বের কাছে চীনের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে, চীন আরো ইতিবাচকভাবে বৈশ্বিক প্রশাসনে অংশ নেবে। কার্যকর ব্যবস্থা নিয়ে বিশ্ব শান্তি ও সমৃদ্ধিতে চীন অবদান রাখবে। এর গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।"

চলতি সিয়ামেন ব্রিক্স শীর্ষসম্মেলনে অংশগ্রহণকারী অতিথিরা ব্রিক্স ব্যবস্থার উন্নয়নে গঠনমূলক প্রস্তাব দিয়েছে। ভারত-চীন সংসদীয় দলের চেয়ারম্যান তরুণ বিজয় বলেন, ব্রিক্স পাঁচটি দেশের একটি পরিবার। এ পরিবারের মোট অর্থনৈতিক পরিমাণ বিশ্ব অর্থনীতির ২২.৫ শতাংশ! মোট বাণিজ্যের পরিমাণ বিশ্বের ১৭.২ শতাংশ!

অনুষ্ঠেয় সিয়ামেন ব্রিক্স শীর্ষসম্মেলন নিয়ে ব্রাজিলের কেন্দ্রীয় চীন-ব্রাজিল: গবেষণা সংস্থার চীনা ইস্যু-বিষয়ক বিশেষজ্ঞ রনি লিন্স বলেন,

"দশ বছরের বিনিময় ও সহযোগিতার মাধ্যমে ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে বড় ধরনের মতৈক্য ও সহযোগিতার ধারণা তৈরি হয়েছে। আমি আশা করি অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষনেতাদের সংলাপে, অবাধ বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত বিনিময়সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।"

চীনের আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক গবেষণালয়ের পরিচালক জি জি ইয়ে মনে করেন, ব্রিক্স সহযোগিতা ব্যবস্থা প্রাণবন্ত একটি ব্যবস্থা। ব্রিক্স দেশগুলোর সহযোগিতার মধ্যে চীন আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ বছরের সিয়ামেন ব্রিক্স শীর্ষসম্মেলনে গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।

(জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040