চীনের উত্থাপিত প্রস্তাব কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানে সবচে ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য পদ্ধতি: মুখপাত্র
  2017-08-17 19:18:05  cri
অগাস্ট ১৭: কোরীয় উপদ্বীপের সমস্যার মূল বিষয় নিরাপত্তার সাথে জড়িত। চীনের উত্থাপিত 'ডবল পজ' প্রস্তাব চলমান পরিস্থিতিতে সবচে উপযোগী,ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্ত হবে বলে মনে করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং।

আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে তিনি এ মতামত ব্যক্ত করেন।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ প্রস্তাব সম্পর্কে বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র পরিকল্পনাকে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যৌথ সামরিক মহড়ার সাথে তুলনা করা যায় না। এ মহড়া দীর্ঘকাল ধরে চলছে এবং বৈধ। তা অব্যাহত থাকবে। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে হুয়া বলেন, 'ডবল পজ' উদ্যোগ চলমান উত্তেজনাময় পরিস্থিতির প্রশমনে সহায়ক। এ প্রস্তাব বিভিন্ন পক্ষের সবচে জরুরি উদ্বেগের অবসান ঘটাবে এবং শান্তিপূর্ণ বৈঠক শুরুর পরিবেশ সৃষ্টি করবে।

মুখপাত্র আরো বলেন, উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র গবেষণা বন্ধ করানো বর্তমানে সবচে জরুরি ব্যাপার। তাই বিতর্ক পাশে রেখে শান্তিপূর্ণ বৈঠকের ওপর বেশী মনোযোগী হওয়া দরকার। বিভিন্ন পক্ষের উচিত আন্তরিকভাবে চীনের উদ্যোগ বিবেচনা করা।

(সুবর্ণা/মহসিন/লেলিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040