ছয় পক্ষের সংলাপ শুরুর জন্য উত্তর কোরিয়াকে তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব
  2017-08-17 15:32:10  cri
সংবাদ পর্যালোচনা

ছয় পক্ষের সংলাপ শুরুর জন্য উত্তর কোরিয়াকে তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব

অগাস্ট ১৭: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেহিস গতকাল (বুধবার) বলেছেন, রাজনৈতিক উপায়ে উত্তর কোরিয়ার পরমাণু সমস্যার সমাধান করা উচিত্। তা ছাড়া 'সার্বিকভাবে আন্তর্জাতিক দায়িত্ব পালন করে' ছয় পক্ষের সংলাপে ফিরে যাওয়ার পরামর্শও দেন জাতিসংঘ মহাসচিব। যাতে কোরীয় উপদ্বীপের উত্তেজনাময় পরিস্থিতি প্রশমন হয়। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন আজকের সংবাদ পর্যালোচনায়। পরিবেশন করছি আমি জিনিয়া।

এদিন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গুতেহিস সাংবাদিকদের জানান, ৫ অগাস্ট নিরাপত্তা পরিষদে ২৩৭১ নম্বর প্রস্তাব পাস হয়। প্রস্তাবে উত্তর কোরিয়ার নিরাপত্তা ও শান্তি নিয়ে সুস্পষ্ট বক্তব্য দেন মহাসচিব।

উত্তর কোরিয়াকে সার্বিকভাবে আন্তর্জাতিক দায়িত্ব পালন করা এবং বিশ্বাসযোগ্য ও অর্থবহ সংলাপে অংশ নেওয়ার তাগিদ দেন মহাসচিব। তিনি নিরাপত্তা পরিষদের সদস্যদের নিজ দায়িত্ব পালনেরও আহবান জানিয়েছেন।

গুতেহিস বলেন, রাজনৈতিক উপায় এ সংকট সমাধানের একমাত্র পথ এবং সামরিক অভিযান ভয়ঙ্কর ভবিষ্যত ডেকে আনবে। ২৩৭১ নম্বর প্রস্তাব যে সুযোগ দিয়েছে তাতে কূটনৈতিক পদ্ধতিতে ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব।

তিনি বলেন,

'সংলাপ শুরু ও সিদ্ধান্ত বাস্তবায়নের বিভিন্ন পথ আছে। বিভিন্ন পক্ষগুলো দ্বিপক্ষীয় সংলাপ, বহুপক্ষীয় সংলাপ এবং ছয় পক্ষের সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে। কোরীয় উপদ্বীপ পরিস্থিতি দিন দিন ধরে উত্তেজনাময় হয়ে ওঠায় বিভিন্ন পক্ষের ভুল বোঝাবুঝি বাড়ার আশঙ্কাও রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত কূটনৈতিক পদ্ধতিতে সমস্যা সমাধান করা।'

গুতেহিস বলেন, জাতিসংঘের মহাসচিব হিসেবে নিরাপত্তা পরিষদে কোরীয় উপদ্বীপসংশ্লিষ্ট প্রস্তাব সার্বিকভাবে পালন করবেন তিনি। বিশেষ করে সর্বশেষ গৃহীত ২৩৭১ নম্বর প্রস্তাব।

তিনি বলেন,

'মধ্যস্থতার জন্য আমি প্রস্তুত। ছয় পক্ষের সংলাপের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করবো এবং প্রয়োজনীয় সহায়তা দেবো।'

তিনি বিভিন্ন পক্ষকে সংযম বজায় রেখে পরস্পরকে দোষারোপ না করার আহ্বান জানান। নানা পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার মাধ্যমে সমস্যা সমাধানে জাতিসংঘের সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিভিন্ন সদস্য রাষ্ট্রকে স্বাগত জানিয়ে এ গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথাও বলেন তিনি। উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ শুরুর জন্য দক্ষিণ কোরিয়া যে সমর্থন জানিয়েছে তার প্রশংসা করেন মহাসচিব। এর মধ্যে রয়েছে কার্যকর ব্যবস্থার মাধ্যমে পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা করে বর্তমান উত্তেজনাময় পরিস্থিতি প্রশমন করা। যাতে কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্রমুক্তকরণের লক্ষ্য বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি হয়।

গুতেহিস আবারো জোর দিয়ে বলেন, রাজনৈতিক পদ্ধতির মাধ্যমে কোরীয় উপদ্বীপের সংকট সমাধান করতে হবে। সামরিক অভিযান চালালে ক্ষতিকর ফলাফল আসবে।

(জিনিয়া/লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040