জাপানের মহান সুরকার জো হিসাইশি
  2017-08-17 15:28:09  cri


প্রিয় বন্ধুরা, এখন আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লেলিন। আমার সঙ্গে একটি নতুন সুন্দর সঙ্গীতের বিশ্বে প্রবেশ করবেন, চলুন তাহলে! আজকের 'সুরের ধারায়' আপনাদের সাথে আমি জাপানের একজন মহান সুরকারের পরিচয় করিয়ে দিতে চাই। তার নাম জো হিসাইশি।

আপনারা কি জাপানের কার্টুন চলচ্চিত্র দেখতে পছন্দ করেন? যদি আপনারা জাপানের কার্টুন চলচ্চিত্র পছন্দ করেন, তাহলে আপনাদের অবশ্যই 'আকাশের নগর''আমার প্রতিবেশি টটোরো''বাতাসের উপত্যকা','স্পিরিটেড এ্যাওয়ে' ও 'প্রিন্সেস মনোনক' এর মতো জনপ্রিয় কার্টুন চলচ্চিত্রের নাম নিশ্চয়ই জানেন। হ্যাঁ, ঠিক আছে, জো হিসাইশি এ সব কার্টুন চলচ্চিত্রের সঙ্গীত সৃষ্টি করেছেন। তাহলে আজকের 'সুরের ধারায়' আমরা এক সঙ্গে জো হিসাইশির কয়েকটি সুন্দর সঙ্গীত শুনবো। আজকের প্রথম সঙ্গীত হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত সঙ্গীতের মধ্যে একটি, এর শিরোনাম হলো 'টটোরো' । এ গানটি হলো বিখ্যাত কার্টুন চলচ্চিত্র আমার প্রতিবেশি টটোরোর থিম সঙ্গীত। শুনুন তাহলে গানটি।

আমার প্রিয় বন্ধুরা, গানটি আপনাদের কেমন লেগেছে? আশা করি গানটি আপনাদের মন ভরিয়ে দিয়েছে। 'স্পিরিটেড এ্যাওয়ে' হলো জাপানের প্রথম অস্কার পুরস্কার পাওয়া কার্টুন চলচ্চিত্র। এ চলচ্চিত্র হলো জাপানের কার্টুন চলচ্চিত্রের উন্নয়ন প্রক্রিয়ার একটি মাইলফলক। 'ওয়ান সামার ডে' হলো এ চলচ্চিত্রর থিম সংগীত। এ সংগীত জো হিসাইশির হাতেই জন্ম নিয়েছে। তাহলে এখন আমরা এক সঙ্গে 'ওয়ান সামার ডে' গানটি শুনবো।

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি লেলিন। আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠানের থিম হলো জো হিসাইশির সঙ্গীত। এখন আমরা জো হিসাইশির লেখা আরো সঙ্গীত শুনবো। 'প্রিন্সেস মনোনোক' হলো জাপানের একটি পুরানো কার্টুন চলচ্চিত্র। এ চলচ্চিত্রে জাপানের একজন রাজকুমারীর কাহিনী বলা হয়। চলচ্চিত্রের থিম সঙ্গীত 'মনোনোক হাইম'ও জো হিসাইশির শ্রেষ্ঠ রচনাগুলোর অন্যতম । তাই এখন আপনাদের এ সঙ্গীত শোনাবো।

প্রিয় বন্ধুরা, গত বছর জাপানের ভূমিকম্পে আহতদের ত্রাণ তহবিলে সাহায্যের জন্য মহান সুরকার জো হিসাইশি বিশ্বব্যাপী সঙ্গীতানুষ্ঠান করেন। সে সময় তিনি চীনের বেইজিংয়ে এসে একটি সুন্দর সঙ্গীতানুষ্ঠান করেন। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। আমি সেই সঙ্গীতানুষ্ঠানে গিয়ে তার সঙ্গীত উপভোগ করেছি। সেটা অবশ্যই আমার জীবনের একটি চিরস্মরণীয় অভিজ্ঞতা। অনুষ্ঠানের সব সঙ্গীত আমাকে ভীষণ নাড়া দিয়েছে। এর মধ্যে রয়েছে 'ম্যারি গো রাউন্ড' শিরোনামে একটি গান। শুনুন তাহলে গানটি।

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি লেলিন। আপনারা কি আমাদের সঙ্গীতানুষ্ঠান পছন্দ করেন? আমাদের অনুষ্ঠানের বিষয়ে যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে, তাহলে চিঠি অথবা ফোনের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের 'সুরের ধারায়' শেষ দিকে আপনারা শুনবেন জো হিসাইশির আরেকটি বিখ্যাত সঙ্গীত, নাম হলো 'সামার'। শুনুন তাহলে গানটি।

আচ্ছা বন্ধুরা, আজকের সঙ্গীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। চাই চিয়ান। (লেলিন/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040