বৈঠকের মাধ্যমে কসভো সমস্যা সমাধানের আহ্বান চীনা প্রতিনিধির
  2017-08-17 14:07:00  cri
অগাস্ট ১৭: বৈঠকের মাধ্যমে কসভো সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী উপপ্রতিনিধি উ হাই থাও। গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কসভো বিষয়ক উন্মুক্ত আলোচনায় এ কথা বলেছেন উ হাই থাও।

উ হাই থাও বলেন, নিরাপত্তা পরিষদের ১২৪৪ নম্বর প্রস্তাব কসভো সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি। বিভিন্ন পক্ষের উচিত 'জাতিসংঘ সনদ' অনুযায়ী নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের ভিত্তিতে বৈঠক ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা।

তিনি আরও বলেন, সার্বিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা উচিত। বর্তমানে কসভো পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল রয়েছে। তবে কিছু সমস্যাও রয়েছে। ওই অঞ্চলে বিভিন্ন জাতির মধ্যে সমঝোতা ও সহাবস্থান প্রয়োজন। চীন বিভিন্ন পক্ষের কল্যাণকে সামনে রেখে পরিস্থিতির অবনতি ঠেকানোর আহ্বান জানায়।

(রুবি/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040