রাজনৈতিক উপায়ে উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা সমাধানের কথা বললেন জাতিসংঘ মহাসচিব
  2017-08-17 11:02:30  cri

অগাস্ট ১৭: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেহিস গতকাল (বুধবার) বলেছেন, রাজনৈতিক উপায়ে উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা সমাধান করা উচিত্‌।

এদিন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গুতেহিস সাংবাদিকদের জানান, ৫ অগাস্ট নিরাপত্তা পরিষদে ২৩৭১ নম্বর প্রস্তাব পাস হয়। প্রস্তাবে উত্তর কোরিয়ার নিরাপত্তা ও শান্তি নিয়ে স্পষ্ট বক্তব্য দেন তিনি। উত্তর কোরিয়াকে সার্বিকভাবে আন্তর্জাতিক দায়িত্ব পালন করে এবং বিশ্বাসযোগ্য ও অর্থবহ সংলাপে অংশ নেওয়ার তাগিদ দেন মহাসচিব। তিনি নিরাপত্তা পরিষদের সদস্যদের নিজ দায়িত্ব পালনেরও আহবান জানিয়েছেন।

গুতেহিস বলেন, রাজনৈতিক উপায় এ সংকট সমাধানের একমাত্র পথ এবং সামরিক অভিযান ভয়ঙ্কর ভবিষ্যত ডেকে আনবে। ২৩৭১ নম্বর প্রস্তাব যে সুযোগ দিয়েছে তাতে কূটনৈতিক পদ্ধতিতে ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব।

তিনি বিভিন্ন পক্ষকে সংযম বজায় রেখে পরস্পরকে দোষারোপ না করার আহ্বান জানান। নানা পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার মাধ্যমে সমস্যা সমাধানে জাতিসংঘের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040