চীন-নেপাল উপ-প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
  2017-08-16 18:56:08  cri

অগাষ্ট ১৬: গতকাল (মঙ্গলবার) নেপাল সফররত চীনা উপ -প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং এবং সেদেশের উপ-প্রধানমন্ত্রী ও ফেডারেল বিষয়ক এবং স্থানীয় উন্নয়ন মন্ত্রী বিজয় কুমার গাচাদার এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা উন্নয়নের বিষয়ে মতৈক্য হয়েছে।

ওয়াং ইয়াং বলেন, চীন ও নেপাল পারস্পরিক আস্থাভাজন বন্ধু ও সহযোগিতার অংশীদার। চীন নেপালের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়ন, দু'দেশের অর্থ-বিনিয়োগের সহযোগিতা জোরদার এবং নেপালের শিল্প উন্নয়নে সহায়তা করতে চায়। দু'দেশের উচিত রেলওয়ে, সড়ক ও বন্দরসহ অবকাঠামো নির্মাণে সহযোগিতা জোরদার করা। তিনি আশা করেন, তেল, বিদ্যুত্ ও পরিবেশবান্ধব জ্বালানী ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। সাংস্কৃতিক যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতায় উন্নতি ঘটবে। চীন নেপালকে বিভিন্ন ধরণের পর্যটন উন্নয়নে সহায়তা করে। ওয়াং ইয়াং বলেন, চীন নেপালকে অব্যাহতভাবে দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার কাজে সহায়তা করে যাবে।

জবাবে গাচাদার স্থায়ীভাবে নেপালকে সমর্থন করার জন্য চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নেপাল 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে দু'দেশের বাস্তব সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থবিনিয়োগ বৃদ্ধি করতে ইচ্ছুক। গাচাদার জানান, নেপাল চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের জন্য আরো অনুকুল পরিবেশ সৃষ্টি করতে ইচ্ছুক। তিনি বলেন, নেপাল আশা করে, আরো বেশি চীনা পর্যটক নেপাল ভ্রমণে আসবে।

বৈঠকের পর দু'দেশ দ্বিপক্ষীয় সহযোগিতার দলিলে স্বাক্ষর করে।(ছাই/ মহসীন/লেলিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040