বাংলাদেশের ৭ হাজার জনের হজযাত্রা অনিশ্চিত
  2017-08-16 18:55:12  cri

১৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন হজযাত্রীর সবাইকে ভিসা দিয়ে ঢাকাস্থ সৌদি দূতাবাস। তাদের কাছে আর কোনো ভিসা আবেদন জমা নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। কিন্তু হজ অফিস বলছে এখনো ৭ হাজার হজযাত্রী ভিসা পাননি। এদিকে ভিসার জন্য আবেদন শেষ দিন বৃহস্পতিবার। এর মধ্যে ভিসা প্রসেসিং না হলে তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়বে। অন্যদিকে হজফ্লাইট বাতিলের সমস্যা কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠেছে জেদ্দাগামী ফ্লাইট। বুধবার পর্যাপ্ত যাত্রী থাকায় কোনো ফ্লাইট বাতিল হয়নি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040