নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা
  2017-08-16 18:38:05  cri

আগষ্ট ১৬: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরিস গতকাল (বুধবার) রাতে তাঁর মুখপাত্রের মাধ্যমে নাইজেরিয়ার উত্তর-পূর্ব বোর্নো অঙ্গরাজ্যে ঘটা সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি হামলায় জড়িতদের আইনানুগ শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। তিনি পুনরায় ঘোষণা করেন, জাতিসংঘ নাইজেরিয়া সরকার ও 'লেইক চাঁদ বেসিন কমিশনে'র সন্ত্রাস দমন পরিকল্পনা সমর্থন করে।

আগেই জানানো হয়েছে, নাইজেরিয়ায় গতকাল একটি সন্ত্রাসী হামলায় ২৭ জন নিহত হয় ও অপর আরেক হামলায় বহু মানুষ আহত হয়েছে।

(লেলিন/মহসিন/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040