আন্তর্জাতিক পর্বত পযর্টন ইউনিয়ন চীনের গুইজৌতে প্রতিষ্ঠিত
  2017-08-16 18:25:39  cri

আগষ্ট ১৬: আন্তর্জাতিক পর্বত পযর্টন ইউনিয়ন গতকাল (মঙ্গলবার) চীনের গুইজৌ প্রদেশে প্রতিষ্ঠিত হয়েছে। গুইয়াং শহরে ইউনিয়নের সদর দপ্তর স্থাপন করা হয়েছে। এটি বিশ্বের প্রথম পর্বত পযর্টন ইউনিয়ন এবং শুইজৌ প্রদেশে প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার দপ্তর।

জানা গেছে, আন্তর্জাতিক পর্বত পযর্টন ইউনিয়নে ২৯টি দেশ ও অঞ্চলের ১১১টি সংস্থা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। ইউনিয়নটি পর্বত রক্ষা, সদস্যদের মধ্যে পযর্টন সহযোগিতা বৃদ্ধি এবং চীন ও বিশ্বের পর্বত পযর্টনের উন্নয়নে অবদান রাখাসহ বিভিন্ন দায়িত্ব পালন করবে।

(লেলিন/মহসিন/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040