আইএসের বিরুদ্ধে নতুন অভিযান চালাবে ইরাক
  2017-08-16 14:01:17  cri

অগাস্ট ১৬: ইরাকের প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদ গতকাল (মঙ্গলবার) বলেন, চরমপন্থী গোষ্ঠী আইএস-এর বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাবে সরকারি বাহিনী। এ অভিযানে সন্ত্রাসীদের দখল থেকে সব ভূমি মুক্ত করার ঘোষণা দেন তিনি।

এদিন বাগদাদে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেনারা এখনও নতুন সামরিক অভিযান শুরু করেনি কারণ প্রস্তুতির জন্য সময় প্রয়োজন।

ইরাকের সরকারি সেনা, শিয়া সম্প্রদায়ের মিলিশিয়া বাহিনী, সুন্নি সম্প্রদায়ের উপজাতি সশস্ত্র বাহিনী মসুলের পশ্চিমাঞ্চলে জড়ো হচ্ছে এবং নিনেভাহ প্রদেশে আইএসের সর্বশেষ ঘাঁটি তাল আফারে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

(শিশির/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040