রুশ-ভারত সামরিক মহড়া কোনো দেশের বিরুদ্ধে নয়: রুশ বিশেষজ্ঞ
  2017-08-16 13:00:06  cri
অগাস্ট ১৬: রাশিয়া ও ভারতের যৌথ সামরিক মহড়া একটি নিয়মিত কর্মসূচি, এটি কোনো দেশের বিরুদ্ধে নয়। গতকাল (মঙ্গলবার) রুশ কৌশল গবেষণাগারের সামরিক ও রাজনৈতিক কেন্দ্রের উপ-পরিচালক সারগেই ইয়ের্মাকোভ সিনহুয়া বার্তা সংস্থায় এক সাক্ষাত্কার এ মন্তব্য করেছেন।

এদিন রুশ-ভারত সামরিক মহড়া সম্পর্কে তিনি বলেন, ২০০৩ সাল থেকে নিয়মিত এ সামরিক মহড়ার আয়োজন করছে রাশিয়া ও ভারত। এ সামরিক মহড়ার মূল লক্ষ্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে দু'দেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয় বাড়ানো। এর মধ্যে রয়েছে নৌ বাহিনীর এসকর্ট বহর, মানবিক করিডোর প্রতিষ্ঠা, মালামাল পরিবহন ও সন্দেহজনক জাহাজ পর্যবেক্ষণ ইত্যাদি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী অক্টোবরে ভারত ও রাশিয়া যৌথভাবে 'ইন্দ্র ২০১৭' সামরিক মহড়া আয়োজন করবে।

(সুবর্ণা/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040