যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলায় সামরিক মহড়া আয়োজন করবে ভেনিজুয়েলা
  2017-08-15 18:23:40  cri
অগাষ্ট ১৫: ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধের হুমকি মোকাবিলায় আগামী ২৬ থেকে ২৭ অগাষ্ট সামরিক মহড়া আয়োজন করবে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল (সোমবার) এ ঘোষণা দেন।

দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সামর্থ্য জোরদার এবং সার্বভৌমত্ব রক্ষায় তিনি এ নির্দেশ দিয়েছেন।

মাদুরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভেনিজুয়েলার ওপর আক্রমণ চালানোর হুমকি দিয়েছেন। এতে প্রতিফলিত হচ্ছে যে, ট্রাম্প সরকারের ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তত্পরতা ব্যর্থ হয়েছে।

মাদুরো জনগণকে ঐক্যবদ্ধভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষার অনুরোধ জানান। তিনি আরো বলেন, ভেনিজুয়েলার বিরুদ্ধে ট্রাম্পের হুমকি ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের শান্তি নষ্ট করবে। সেজন্য এ অঞ্চলের অধিকাংশ দেশ ট্রাম্পের বিরোধীতা করে।

(ছাই/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040