জুলাই মাসে ভারতের সিপিআই বেড়েছে ২.৩৬%
  2017-08-15 10:53:54  cri
অগাস্ট ১৫: জুলাই মাসে ভারতের ভোক্তা মূল্যসূচক বা সিপিআই গত বছরের এ সময়ের তুলনায় ২.৩৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দেশটির পরিসংখ্যান ব্যুরো। গতকাল (সোমবার) প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

শাকসবজির দাম ব্যাপক বৃদ্ধির জন্য সূচক বেড়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, সিপিআই বাড়ার ফলে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমতে পারে।

অন্যান্য অর্থনৈতিক সুচকে দেখা গেছে, আর্থিক বৃদ্ধির হার বাড়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সুদ আরো কমবে। ভারতে জুলাই মাসে ম্যানুফ্যাকচারিং ক্রয়ে পরিচালকদের সূচক (পিএমআই) জুন মাসের ৫০.৯ থেকে কমিয়ে ৪৭.৯ দাঁড়িয়েছে, যা ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় সর্বনিম্ন। জুলাই মাসে পরিষেবা খাতে পিএমআই ছিলো ৪৫.৯। যা ২০১৩ সালের সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্ন।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক গত ২ অগাস্ট নিয়মিত মুদ্রানীতি সম্মেলন আয়োজন করে। চলতি বছরের প্রথম তিন মাসে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিলো ৬.১ শতাংশ; যা গত বছরের শেষ তিন মাসের ৭ শতাংশের চেয়ে কম।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040