ভারতের উত্তর প্রদেশে ৩০টি শিশুমৃত্যুর ঘটনার তদন্ত চলছে
  2017-08-14 16:37:26  cri
অগাস্ট ১৪: ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালে ৩০টি শিশুমৃত্যুর ঘটনার তদন্তের কথা জানিয়েছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী ইয়োগি অদিত্যনাথ। রোববার এ কথা জানান তিনি। সম্প্রতি সরকারি একটি হাসপাতালে ওই ৩০টি শিশু মারা যায়। হাসপাতালের তরল অক্সিজেন ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে তারা মারা গেছে বলে অভিযোগ করেছে স্থানীয় গণমাধ্যম।

অদিত্যনাথ বলেন, উত্তর প্রদেশের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ঘটনার তদন্ত করা হবে।

উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যমে শিশুমৃত্যুর ঘটনার জন্য সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে তরল অক্সিজেন সরবরাহ বন্ধের অভিযোগ করা হয়েছে। হাসপাতালটি একটি কোম্পানির সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছিলো। তবে, চুক্তি অনুযায়ী হাসপাতাল ৭০ লাখ রুপি দেয়নি। তাই কোম্পানিটি তরল অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়।

১২ অগাস্ট রাতে ভারতীয় গণমাধ্যমের এক পরিসংখ্যানে দেখা যায়, বিগত ৫ দিনে ওই হাসপাতালে কমপক্ষে ৬৪টি শিশু মারা গেছে।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040