পাক প্রধানমন্ত্রী ও চীনা উপ-প্রধানমন্ত্রীর বৈঠক
  2017-08-14 16:32:13  cri

অগাস্ট ১৪: গতকাল (রোববার) ইসলামাবাদে পাকিস্তানের ৭০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চীনা উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহেদ খাকান আব্বাসি সাক্ষাত্ করেছেন। চীন-পাক বস্তুগত সহযোগিতা নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছেন দু'নেতা। বিভিন্ন বিষয়ে তাদের ব্যাপক মতৈক্যও হয়েছে।

চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন ওয়াং ইয়াং। চীন ও পাকিস্তান ঘনিষ্ঠ বন্ধু ও সার্বক্ষণিক কৌশলগত সহযোগী অংশীদার। দু'পক্ষের পারস্পরিক সমঝোতা ও সমর্থন রয়ছে। ২০১৫ সালে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং পাকিস্তানে সফল সফর করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচন করেন। সাম্প্রতিক বছরগুলোতে দু'পক্ষের সহযোগিতা সফল হয়েছে, দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে, অবাধ বাণিজ্য এলাকার চুক্তির দ্বিতীয় দফা আলোচনাও সুষ্ঠুভাবে চলছে, সিপেক নির্মাণে বিরাট অগ্রগতি অর্জিত হয়েছে এবং সাংস্কৃতিক খাতে বিনিময় কার্যকর হয়েছে।

ওয়াং আরো বলেন, চীন পাকিস্তানের সাথে দু'দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে, দ্বিপক্ষীয় সহযোগিতায় সাফল্য অর্জনের চেষ্টা চালাবে; যাতে দু'দেশের জনকল্যাণ হয়।

আব্বাসি বলেন, পাকিস্তান ও চীন ভাইয়ের মতো, দ্বিপক্ষীয় সম্পর্কও দিন দিন বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাহায্য ও সমর্থনে পাক অর্থনীতি উন্নত হচ্ছে। সিপেকের চিন্তাধারাকে পুরোপুরি সমর্থন করে ইসলামাবাদ।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040