নেপালে পাহাড়ধস ও বন্যায় অন্তত ৪০ জন নিহত
  2017-08-14 14:03:24  cri

অগাস্ট ১৪: নেপালে গতকাল (রোববার) বিকেল পর্যন্ত ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ধস ও বন্যায় অন্তত ৪০ জন নিহত ও ৩৬ জন নিখোঁজ এবং ২০ জন আহত হয়েছে। এতে হাজারেরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর দিয়েছে।

মর্গান ও রাউতাহটসহ ৮টি নিচু এলাকায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা আশেপাশের অধিবাসীদের জীবনে চরম হুমকি ডেকে এনেছে।

নেপাল সরকার পুলিশ ও উদ্ধারকারী বাহিনীকে দুর্গত এলাকায় পাঠিয়েছে। সড়কপথ নষ্ট হয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ আরো কঠিন হয়ে পড়েছে।

(শিশির/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040