আমি ছুটি নিতে চাই
  2017-08-12 16:17:11  cri



মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে ছাই চিয়া ইয়া'র কণ্ঠে 'ছুটি নিতে চাই' নামের গান শোনাবো। গানটি ২০০০ সালের মার্চ মাসে প্রকাশিত হয়। ছাই চিয়া ইয়া হলেন সিঙ্গাপুরের কণ্ঠশিল্পী। আমি আগের অনুষ্ঠানে আপনাদেরকে তার পরিচয় করিয়ে দিয়েছি। মনে আছে?

টুটুল: 'ছুটি নিতে চাই' গানের কথা এমন, 'আমি ছুটি নিতে চাই। জুতা পড়ে রোদ উপভোগ করতে চাই। কফি খেয়ে ফেলো, আমরা গাড়ি চালিয়ে সৈকতে যাবো। কখনো কখনো পালিয়ে যেতে অনেক আনন্দ লাগে। এত সুন্দর আবহাওয়ায় কাজ করা হল সময় নষ্ট করা। আমার সঙ্গে এক দিন পাগলের মত কাটাবে। কিছু চিন্তা করবে না, কিছু কাজ করবো না। একসঙ্গে পাহাড়ের চূড়ায় বাতাস উপভোগ করবো। রাতে আমরা একসঙ্গে ক্লাবে মদ খাই। এভাবে কত দুঃখ, বয়স্ক হওয়ার পরও ফ্রি হবো না। আমি ছুটি নিতে চাই। সড়কে তোমাকে চুম্বন করবো। আনন্দে আমরা পরস্পরকে ভালোবাসবো'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ১)

মুক্তা: আচ্ছা, বন্ধুরা, এখন আমি লিন জুন জিয়ে'র কণ্ঠে 'ছোট কূপ' নামের গান শোনাবো। আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে লিন জুন জিয়ে'র পরিচয় করিয়ে দিয়েছি। তিনি হলেন একজন সিঙ্গাপুরের কণ্ঠশিল্পী। মনে আছে? তিনি ও হংকংয়ের বিখ্যাত্ নারী কণ্ঠশিল্পী ছাই চুও ইয়ান একসঙ্গে গান গেয়েছেন। এখন আমি ছাই চুও ইয়ানের পরিচয় করিয়ে দিবো। তিনি ১৯৮২ সালের ২২ নভেম্বর কানাডার ভ্যাঙ্কুভারে জন্মগ্রহণ করেন। তিনি যখন ছোট তখন তার বাবা মার বিবাহবিচ্ছেদ হয়। তিনি হাইস্কুল থেকে বিজ্ঞাপনে পরিবেশনা শুরু করেন। ২০০০ সাল থেকে তিনি চলচ্চিত্রে পরিবেশনা শুরু করেন। ২০০৩ সালে তিনি একটি চলচ্চিত্রের থিম গান গেয়েছেন। এটি হল তার প্রথম নিজের গান। ২০০৪ সালে তিনি আরেকজন নারী কণ্ঠশিল্পীর সঙ্গে 'টুইনস' নামের গ্রুপ প্রতিষ্ঠা করেন। একই বছরে টুইনস গ্রুপ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার লাভ করে। ২০০৮ সালে তিনি বাবার সঙ্গে একটি বই প্রকাশ করেন। বইতে তার পিতার পারিবারিক জীবন বর্ণনা করা হয়। বইয়ের সব আয় দাতব্য কাজে ব্যবহার করা হয়। ২০০৯ সালে তিনি এককভাবে নিজের সঙ্গীত কাজ উন্নয়ন শুরু করেন। তিনি এ পর্যন্ত বিভিন্ন মহলে অনেক পুরস্কার লাভ করেন।

টুটুল: 'ছোটো কূপ' গানের কথা হল, 'আমি একটি নির্ভরশীল আলিঙ্গন খুঁজছি। কে আমার জন্য প্রার্থনা, উদ্বিগ্ন ও রাগ করবে? সুখ শুরুর আগে উপলক্ষ্য আছে। ভাগ্যের কারণে আমরা ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়েছি। একাকীত্ব চলে গেছে। উদাসীনতা চলে গেছে। আমাদের পরিবর্তন হয়েছে। আমি প্রতিদিন ঘুমাতে পারি না। আমি তোমার হাসি মিস করি। তুমি জানো না যে, তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তোমার কারণে আমার জীবন সম্পূর্ণ হয়েছে। আমি মাতাল হওয়ার মত। আজীবন গরমে থাকবো, আমি তোমাকে ভালোবাসবো চিরদিন'। আচ্ছা, বন্ধুরা, এখন একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

মুক্তা: প্রিয় বন্ধুরা, শুনছিলেন 'ছোট কূপ' নামের গান। এখন আমি আপনাদেরকে 'যখন তোমাকে খুঁজে পাওয়া যায়' শিরোনামে একটি গান শোনাবো। গেয়েছেন চীনের তাইওয়ানের নারী কণ্ঠশিল্পী স্যু চিয়া ইং। আগের অনুষ্ঠানে আমি স্যু চিয়া ইংয়ের পরিচয় দিয়েছি, মনে আছে? গানটি একটি চলচ্চিত্রের থিম গান। ২০১৬ সালের ১৪ নভেম্বর গানটি প্রকাশিত হয়।

টুটুল: 'যখন তোমাকে খুঁজে পাওয়া যায়' গানের কথা হল, 'সমস্ত ছবিতে আমি মাত্র তোমাকে পছন্দ করি। তুমি হলে স্বপ্ন ছেড়ে যাওয়া একটি ছায়ামূর্তি। তোমাকে জীবনে দেখা হওয়ার জন্য ধন্যবাদ জানাই। তুমি হলে আমার একমাত্র অন্তরঙ্গ বন্ধু। শান্ত রাতে, ঝড়ে আমি তোমার সঙ্গে এ দৃশ্য আঁকতে চাই। আমি আসল চাই। স্বপ্ন কখনো থামবে না। এটি হল আসল আমি। সময় চলে গেছে, কিন্তু এখনো আমরা একসঙ্গে আছি'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৩)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'যখন তোমাকে খুঁজে পাওয়া যায়' নামের গান। এখন আমি আপনাদেরকে 'প্রাচীন প্রতিশ্রুতি' নামের গান শোনাবো। গেয়েছেন চৌ ছুয়ান স্যিয়ুং। চৌ ছুয়ান স্যিয়ুং ১৯৬৯ সালের ৭ জুন চীনের তাইওয়ানের তাইচং শহরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৬ বছর বয়স থেকে লেখাপড়া করার পাশাপাশি বিভিন্ন কাজ শুরু করেন। ১৯৮৭ সালে তিনি বিদ্যালয়ের সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন। ১৯৮৯ সালে তিনি নিজের প্রথম গান প্রকাশ করেন। ১৯৯০ সালের এপ্রিলে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৭ সালে তিনি ব্রিটেনে সঙ্গীত নিয়ে লেখাপড়া শুরু করেন। ২০০০ সাল থেকে তিনি চীনের বিখ্যাত্ কণ্ঠশিল্পীদের জন্য গান রচনা শুরু করেন। এরপর তিনি পৃথক পৃথক প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। 'প্রাচীন প্রতিশ্রুতি' হল একটি চলচ্চিত্রের থিম গান। গত ২০ জুন প্রকাশিত হয়।

টুটুল: 'প্রাচীন প্রতিশ্রুতি' গানের কথা এমন, 'ছোটবেলায় তার সঙ্গে দেখা। চোখের পলকেই তুমি কার কাছে গেছো। তুমি কার অশ্রু পরীক্ষা করো? কে কার জন্য দুঃখ বোধ করে। গাছের নিচে মানুষ ফিরে আসবে না। প্রতিশ্রুতি কাকে বাধ্য করছে। তোমার হাসি কোমল। সুন্দর মুখ সহজেই হারিয়ে যাবে। কখন বিদায় দিবে। আজীবন প্রতিশ্রুতিতে তুমি হলে আমার চিরকালের দুঃখ'।

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'প্রাচীন প্রতিশ্রুতি' নামের একটি গান। আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন কয়েকটি বাংলা গান শোনাবো, কেমন?

(বাংলা গান)

টুটুল: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn

মুক্তা: এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

মুক্তা/টুটুল: চাই চিয়ান। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040