হ্যালো চায়না: ৮৭. থাং স্যুট
  2017-08-11 18:16:33  cri


২০০১ ‌সালে শাংহাই এপেক সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশের নেতৃবৃন্দ 'থাং জুয়াং' পরিধান করেছিলেন। 'থাং জুয়াং' চীনের ঐতিহ্যবাহী পোশাক। বিদেশের চায়না টাউনগুলোতে একে 'থাং স্যুট' নামেও ডাকা হয়।

'থাং জুয়াং' ছিং রাজবংশ আমলের 'ম্যান্ডারিন জ্যাকেট'-এর পরিবর্তিত রূপ। এ পোশাকের চারটি লক্ষণীয় বৈশিষ্ট্যহচ্ছে: খাঁড়া গলাবন্ধ; কাঁধে সেলাই নেই—এমন হাতা; বুকের কাছে বোতাম দিয়ে সংযুক্ত সামঞ্জস্যপূর্ণ দু'টি অংশ; এবং 'ফান খো' বা নকশা-করা-বোতাম।

থাং স্যুট সাধারণত আঁটসাঁট হয়। তাই শরীরের মাপ দর্জির কাছে খুবই জরুরি একটা বিষয়। সাধারণত বুটিতোলা রেশমী কাপড় দিয়ে থাং স্যুট তৈরি করা হয়। আজকাল বিভিন্ন উত্সবে চীনারা এ স্যুট পরিধান করতে পছন্দ করেন। তাই বিয়ে, নববর্ষ বা জন্মদিনের অনুষ্ঠানে অতিথিদের বিভিন্ন ধরনের থাং স্যুট পরিধান করতে দেখা যায়।

মনে রাখতে হবে, থাং জুয়াং চীনের বিখ্যাত থাং রাজবংশ আমলের কোনো পোশাক নয়। থাং রাজবংশ আমলে চীন ইতিহাসে উজ্জ্বলতম সময় অতিক্রম করেছে বিধায় চীনাদের কখনও কখনও 'থাং রেন' ডাকা হয়। আর বিদেশে 'চায়না টাউন'-কে চীনা ভাষায় ডাকা হয় 'থাং রেন চিয়ে'। এরই ধারাবাহিকতায় চীনাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হয়ে গেছে 'থাং জুয়াং' বা 'থাং স্যুট'।

থাং রাজবংশ আমলে বাইরের দুনিয়ার সাথে চীনের যোগাযোগ ছিল। তখনকার সংস্কৃতি বিশ্ববাসীর ওপর গভীর প্রভাবও ফেলেছিল। তাই পশ্চিমারা এখনও 'থাং' শব্দটি দিয়ে চীনাদের ও চীন দেশকে বুঝিয়ে থাকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040