ইনার মঙ্গোলিয়া পরিদর্শন করেছেন সিপিসি'র কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল
  2017-08-10 19:52:53  cri

 

অগাস্ট ১০: চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে প্রাদেশিক রাজধানী হুহ্যহাওথ পরিদর্শন করেছেন সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান, কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতা ইয়ু চেং শেংয়ের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল। গতকাল (বুধবার) তারা এ সফর করেন।

সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছা পৌঁছে দেন তারা।

এ দিন ইয়ু চেং শেংসহ প্রথম প্রতিনিধি দল উ লানফু স্মরণ প্যাভিলিয়নে যান। মূল্যবান দলিল ও ছবিতে উ লানফু ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠায় চমত্কার অবদান ফুটে উঠেছে। এ সময় ইয়ু চেং শেং বলেন, স্মরণ প্যাভিলিয়নের মূল্যবান ও শ্রেষ্ঠ মর্মকে কেন্দ্র করে 'সুন্দর ইনার মঙ্গোলিয়া গঠন ও মহত্ চীনা স্বপ্ন বাস্তবায়ন' এগিয়ে যাবে।

এরপর ইয়ু হুহ্যহাওথের বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেন এবং আলোচনাসভায় অংশ নেন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040