ভারতকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসার আহ্বান
  2017-08-10 19:52:14  cri
অগাস্ট ১০: আজ (বৃহস্পতিবার) চীনের 'গণফৌজ পত্রিকা'র এক সম্পাদকীয়তে ভারতকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। সম্পাদকীয়তে বলা হয়েছে, চীনের সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ নীতিতে চীন আগের মতো প্রতিজ্ঞ।

'ভারত মনের শঠতা কাটিয়ে সঠিক পথে এগিয়ে আসতে পারে' শিরোনামে সম্পাদকীয়তে বলা হয়েছে, ভারতের সীমান্ত বাহিনী অবৈধভাবে চীনের ডোকলাম হামলা চালিয়েছে এবং চীনের রাস্তা নির্মাণকাজে গুরুতর হুমকি সৃষ্টি করেছে। এদিকে সম্প্রতি ভারতের এক ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, এ সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় ভারত। তবে শর্ত হিসেবে চীনকে রাস্তা নির্মাণকাজ বন্ধ করতে হয়।

অথচ নিজ ভূখণ্ডে রাস্তা নির্মাণ চীনের অধিকার। এতে হস্তক্ষেপ অনধিকার চর্চা বলে তার প্রতিবাদ জানায় চীন।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, ভারতের এসব আচরণের পেছনে কুচিন্তা জড়িত রয়েছে। ভারত মনে করে তিব্বতে যত কম নির্মাণকাজ হবে তত ভালো। তিব্বতের উন্নয়ন তার স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মনে করে ভারত। ভারত এ ভুল ধারণা বাদ দিয়ে সঠিক পথে এগিয়ে আসতে পারে বলে সম্পাদকীয়তে জোর দিয়ে উল্লেখ করা হয়।

(রুবি/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040