চীনের সঙ্গে আর্থ-বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণ করতে আগ্রহী শ্রীলংকা
  2017-08-10 18:44:50  cri
অগাস্ট ১০: চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে সহযোগিতা জোরদার করে দু'দেশের অর্থ-বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো সামনে নিয়ে এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। গতকাল (বুধবার) কোলম্বোতে অনুষ্ঠিত চীন-শ্রীলংকা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, দু'দেশের সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। চীন সব সময় শ্রীলংকার ভালো বন্ধু। সম্প্রতি শ্রীলংকার বন্দর ব্যুরো ও চীনের মার্চেন্টস পোর্ট হোল্ডিং কোম্পানির সঙ্গে হামবানতোতা বন্দর পরিচালনা চুক্তি হয়েছে। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত হবে বলে তিনি আশা করেন।

শ্রীলংকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ই শিয়েন লিয়াং বলেন, শ্রীলংকার সঙ্গে পারস্পরিক সহায়তার ভিত্তিতে এগিয়ে যেতে চায় চীন। শ্রীলংকা শিল্পোন্নয়নের চেষ্টা চালাচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়নে চীন শ্রীলংকার সঙ্গে যৌথভাবে কাজ করবে।

চীনা রাষ্ট্রদূত আরো বলেন, শ্রীলংকাকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে উন্নত করতে কলম্বো সরকারের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক বেইজিং।

চীন ইতোমধ্যে শ্রীলংকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। গত বছর দু'দেশের বাণিজ্যিক বিনিময়ের পরিমাণ ছিলো ৪৫০ কোটি মার্কিন ডলার।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040