হজফ্লাইট বাতিল হওয়ায় বিমানের ক্ষতি ৪০ কোটি টাকা
  2017-08-09 19:49:00  cri
ভিসা জটিলতায় যাত্রী সংকটে বুধবার বিমানের আরো দুটি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ‌১৭ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইট বাতিল হলো। আর এতে ক্ষতি হয়েছে ৪০ কোটি টাকা।

বুধবার রাজধানীতে বিমানের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ। ১৯টি হজফ্লাইট বাতিল হওয়ায় ৯ হাজার ৮৭৭ জন যাত্রীকে সৌদি আরব নেওয়া যায়নি। এখনো ৪ হাজার ৬৮৭ জনের জন্য কোনো ফ্লাইটের বন্দোবস্ত নেই। তবে অতিরিক্ত ১৪টি স্লট হজযাত্রীদের জন্য বরাদ্দ করা হয়েছে। ফলে সব যাত্রী এবার হজে যেতে পারবেন না- তা বলার এখনো সময় হয়নি। বিমানের পক্ষ থেকে তাদের সৌদি আরব নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা থাকবে বলে জানিয়েছেন বিমান এমডি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040