শ্রীলংকায় শুরু হলো চীনা সংস্কৃতি কেন্দ্র
  2017-08-09 19:26:04  cri
অগাস্ট ৯: শ্রীলংকার রাজধানী কলম্বোর ইন্ডিপেন্ডেন্স এভিনিউ'এ আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে চালু হলো চীনা সংস্কৃতি কেন্দ্র। শ্রীলংকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ই সিয়ান লিয়াং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চলতি বছর চীন ও শ্রীলংকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। সাংস্কৃতিক সহযোগিতা দু'দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং শ্রীলংকায় চীনের সংস্কৃতি কেন্দ্র সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।

শ্রীলংকার চীনা সংস্কৃতি কেন্দ্রের পরিচালক লে লি ওয়েন বলেন, ২০১৪ সালের সেপ্টেম্বরে চীন ও শ্রীলংকার শীর্ষনেতারা যৌথভাবে এ কেন্দ্রের কাজ শুরু করেন। এটি দক্ষিণ এশিয়ায় চীনের প্রথম সংস্কৃতি কেন্দ্র। যা দু'দেশের সাংস্কৃতিক বিনিময় এগিয়ে নেওয়ার প্রতীক।

শ্রীলংকার রাজনৈতিক, সাংস্কৃতিক ও কয়েকটি দেশের কূটনীতিবিদসহ দুই শতাধিক মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

(রুবি/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040