চুয়াং চিন: চীনের 'সাংস্কৃতিক মুক্তা'
  2017-08-09 17:29:37  cri

চুয়াং চিন হচ্ছে চীনের চুয়াং জাতির বৈশিষ্ট্যপূর্ণ হস্তশিল্পজাত পণ্য। সোং রাজবংশ আমলে এ পণ্যের উত্পাদন শরু হয়।

চুয়াং চিন, ইয়ুন চিন, শু চিন, এবং সোং চিন হচ্ছে চীনের চারটি নামকরা বুটিকের রেশমি বস্ত্র।

চুয়াং চিন জমকালো ও রঙিন; এর নকশায় আছে স্থানীয় ও জাতিগত বৈশিষ্ট্য। কাপড় বোনার যন্ত্র, সুতা, ও রঙিন রেশম দিয়ে চুয়াং চিন বোনা হয়।

এটা চীনের ঐতিহ্যবাহী লোকশিল্পের গুরুত্বপূর্ণ অংশ। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040