চীনের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র
  2017-08-09 09:35:08  cri

ইয়াং চৌ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্রও বৈচিত্র্যময়। এ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্রের সাথে থাকে একটি করে ছোট উপহার। যেমন, কৃষি বিভাগের পক্ষ থেকে একটা করে বীজ; পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে একটি করে থ্রি-ডি প্রিন্টারের মাধ্যমে তৈরি করা চাপি রিং; নির্মাণ প্রকৌশল বিভাগের পক্ষ থেকে একটি করে কলম ও ফিতা। কৃষি বিভাগের শিক্ষার্থীরা এ বীজ বপন করে গাছ ফলাতে পারে এবং পরে প্রতিযোগিতায় অংশ নিতে পারে। প্রথম ২০ জনকে কর্তৃপক্ষ পরবর্তী কালে পুরস্কৃত করে।

এখন আমরা বলবো ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্র সম্পর্কে। ছিংহুয়া চীনের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম। বহু শিক্ষার্থীর স্বপ্ন এ বিশ্ববিদ্যালয়ে পড়ার। তো, এ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্র হালকা বেগুনি রঙের। আমন্ত্রণপত্রের উপরে লেখা থাকে: 'ছিং হুয়া, তোমার চিরদিনের গর্ব।' আমন্ত্রণপত্রের সাথে থাকে একটি বই। বিগত কয়েক বছর ধরেই ছিং হুয়া নতুন শিক্ষার্থীদের বই উপহার দিয়ে আসছে। এ বছর উপহার দেওয়া হয়েছে 'আর্টের গল্প' শীর্ষক একটি বই।

আমন্ত্রণপত্রের সঙ্গে ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়েছে: "এটি পাশ্চাত্য সংস্কৃতির ইতিহাসসম্পর্কিত বিখ্যাত একটি গ্রন্থ। ১৯৫০ সালে এ বই প্রকাশিত হবার পর অনেক শিল্প-অনুরাগী ও পেশাদার মানুষের ওপর প্রভাব ফেলে। একটি ভাল বই পড়া মানে একজন ভাল বন্ধুর সঙ্গে পরিচিত হওয়া। যে বই পড়ার পর নতুন কিছু ভাবতে পারে, সে-ই উপকৃত হয়। আশা করি এ বইয়ের মাধ্যমে তোমরা আর্টের সৌন্দর্য বুঝতে পারবে এবং জীবনে এ সৌন্দর্য উপভোগ, আবিষ্কার ও সৃষ্টি করতে পারবে।"

শ্যানসি নর্মাল বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্র আমার সবচেয়ে প্রিয়। এ আমন্ত্রণপত্র মুদ্রিত নয়। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অবসরপ্রাপ্ত অধ্যাপক চীনের রাইটিং ব্রাশ ব্যবহার করে আমন্ত্রণপত্রগুলো নিজ নিজ হাতে লিখে থাকেন। ২০০৭ সাল থেকে টানা ১১ বছর ধরে এভাবে আমন্ত্রণপত্র তৈরি করা হচ্ছে শ্যানসি নর্মাল বিশ্ববিদ্যালয়ে। এ পদ্ধতিতে একজন অধ্যাপক দিনে সর্বোচ্চ ৮০টি আমন্ত্রণপত্র লিখতে পারেন।

শ্যানসি নর্মাল বিশ্ববিদ্যালয় মনে করে, এ আমন্ত্রণপত্র একদিকে ঐতিহ্যিক চীনা হস্তলিপিশিল্পের এক ধরনের প্রচার এবং অন্যদিকে, এ থেকে শিক্ষার্থীরা নিজেদের সংস্কৃতি সম্পর্কে জানতে উত্সাহিত হবে।

ফু তান শাংহাইয়ে অবস্থিত একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্রর সঙ্গে একটি সিডি দেওয়া হয়। এ সিডিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য, সঙ্গীত, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের লেখা থাকে।

এ আমন্ত্রণপত্রগুলোর মধ্যে আপনার কোনটি সবচেয়ে পছন্দ? (শিশির/আলিম/সুবর্ণা)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040