কলম্বোয় চীনের 'পিস আর্ক' ভাসমান হাসপাতাল
  2017-08-07 09:57:42  cri
আগস্ট ৭: চীনের নৌবাহিনীর ভাসমান হাসপাতাল 'পিস আর্ক' গতকাল (রোববার) শ্রীলংকার কলম্বো বন্দরে পৌঁছে চার- দিনব্যাপী প্রযুক্তিগত সফর শুরু করেছে। এটা 'পিস আর্ক' এর কলম্বোয় প্রথম যাত্রা বিরতি।

শ্রীলংকায় চীনা রাষ্ট্রদূত ই সিয়ান লিয়াং, প্রতিরক্ষা কর্মকর্তা সুই চিয়ান উই, শ্রীলংকার নৌবাহিনীর প্রতিনিধি, চীনা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, শ্রীলংকায় চীনা শিল্প প্রতিষ্ঠান, চীনা শিক্ষার্থী এবং প্রবাসী চীনাসহ ৩ শতাধিক অংশগ্রহণকারী 'পিস আর্ক' এর জন্য এই স্বাগত অনুষ্ঠানের আয়োজন করে।

এবারের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মেজর জেনারেল গুয়ান পো লিন স্বাগত অনুষ্ঠানে বলেন, চীন ও শ্রীলংকার সামরিক সহযোগিতা জোরদার হওয়ার প্রেক্ষাপটে চীনা নৌবাহিনীর 'পিস আর্ক' ভাসমান হাসপাতাল প্রথমবারের মত শ্রীলংকায় পৌঁছেছে। এখানে অবস্থানকালীন হাসপাতালটি শ্রীলংকার জনগণকে চিকিত্সা সেবা দেবে।

ই সিয়ান লিয়াং বলেন, চীনা বাহিনী আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তি রক্ষার গুরুত্বপূর্ণ শক্তি। তিনি আশা করেন ভাসমান হাসপাতালের এই সফর দু'দেশের সামরিক সহযোগিতাকে ত্বরান্বিত করবে।

এবার নিয়ে 'পিস আর্ক' ষষ্ঠবারের মত চিকিৎসা মিশনে নিয়োজিত হল। কলম্বো চলতি মিশনের প্রথম বন্দর।

(শুয়েই/মহসীন/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040