ওআইসি মহাসচিবের তাৎপর্যপূর্ণ বাংলাদেশ সফর
  2017-08-06 19:39:14  cri
গত সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংবাদ মাধ্যমে খবর হয়েছে। এসবের মধ্যে রয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোপারেশন-ওআইসি মহাসচিব ড. ইউসেফ বিন আহমেদ আল-ওতাইমিন ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের প্রতিনিদলের বাংলাদেশ সফর এবং ভিসা জটিলতায় হজযাত্রীদের বিড়ম্বনা। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা নজর দেব বিষয়গুলোর প্রতি।

বাংলাদেশে চারদিনের সফরে বুধবার রাতে ঢাকা আসেন ওআইসি মহাসচিব ড. ইউসেফ বিন আহমেদ আল-ওতাইমিন। ওআইসি মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। বৃহস্পতিবার তিনি সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন ওআইসি মহাসচিব। একজন সফল রাষ্ট্রনেতা ও মুসলিম নারী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ওআইসি মহাসচিব।

বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে তিনি বলেন, তারা আন্তরিক, কঠোর পরিশ্রমী ও পেশাদার। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সমস্যা নিয়েও কথা বলেন তিনি। এ সমস্যার সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের নেতাদের মধ্যে আন্তধর্মীয় সংলাপের আহ্বান জানান ওআইসি মহাসচিব। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তিনি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের ভালো আবাসনের জন্য এরই মধ্যে সরকার একটি দ্বীপ বেছে নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণে শুক্রবার কক্সবাজারে যান ওআইসি মহাসচিব।

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরাজমান রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে আন্তধর্মীয় সংলাপের যে আহ্বান জানিয়েছেন ওআইসি মহাসচিব তাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন বিশিষ্টজনেরা। এছাড়া ওআইসি মহাসচিবের প্রথম বাংলাদেশ সফরের ফলে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সহযোগিতমূলক সম্পর্ক আরো বাড়বে বলেও মনে করছেন তারা।

গত সপ্তাহেই বাংলাদেশ সফর করে গেছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক-এআইআইবির একটি প্রতিনিধিদল। ব্যাংকটি ভাইস প্রেসিডেন্ট ডি জে পান্ডিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তারা বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন। এসময় ৭টি উন্নয়ন প্রকল্পের জন্য এআইআইবির কাছে ১০০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। পরে অর্থমন্ত্রী জানান, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ৩টি প্রকল্প, সড়ক পরিবহনে ১টি ও যোগাযোগে ৩টি- মোট ৭টি প্রকল্পের জন্য ব্যাংকটির কাছে অর্থ চাওয়া হয়েছে। অর্থমন্ত্রীর আবেদনে ইতিবাচক সাড়া দিয়ে এআইআইবি ভাইস প্রেসিডেন্ট বলেন, তার ব্যাংক বাংলাদেশে অবকাঠামোগত খাতে বিনিয়োগে অংশীদারিত্ব বাড়াতে চায়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এআইআইবি বাংলাদেশে দুটি প্রকল্পে সাড়ে ২২ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে।

এদুটি ভালো খবরের বিপরীতে গত কয়েক দিন ধরে ভিসা জটিলতায় হজ যাত্রীদের সৌদি আরব না যেতে পারার খবরটি গণমাধ্যমে ব্যাপক আকারে উঠে আসছে। ভিসা জটিলতা ও সৌদি সরকার মোয়াল্লেম ফি বাড়ানোয় অনেক হজযাত্রী নির্ধারিত সময়ে সৌদি আরব যেতে পারেননি। এ জন্য ধর্মমন্ত্রণালয়, হজ এজেন্সীগুলোর সংগঠন হাব ও হজক্যাম্পের সমন্বয়হীনতা দুষছেন সংশ্লিষ্ট সকলে। আর এ তিন পক্ষ দুষছে পরস্পরকে।

সরকারি তথ্য অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার জন হজ পালনের কথা। এদের মধ্যে সৌদি সরকার ৭৮ ২৫০ হাজার যাত্রীর ভিসা আবেদন গ্রহণ করলেও হাতে ভিসা পেয়েছেন ৪৬ হাজার ৭৯২ জন। এ পর্যন্ত সৌদি আরব যেতে পেরেছেন ৪১ হাজার জনের কিছু বেশি হজযাত্রী।

সময় মতো ভিসা হাতে না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। আবার যাত্রী কম থাকায় অনেক ফ্লাইটে ধারন ক্ষমতার চেয়ে কম যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করতে হয়েছে এ দুটি এয়ারলাইনসকে। এসব সমস্যায় বিমানের ক্যাপাসিটি লস হয়েছে ৬ হাজার জনের আর সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের দেড় হাজারের মতো। অন্যদিকে ২৮ আগস্ট হজের শেষ ফ্লাইট। ফলে সব হজযাত্রী এবার হজে যেতে পারবেন কিনা তা নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে। তবে, সরকার বলছে দেরিতে হলেও সবাই হজে যেতে পারবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হজ যাত্রীরা ভিসা না পেলে তাদের ভিসার ব্যবস্থা করবে সরকার। এছাড়া বিমান ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের জন্য স্লট বৃদ্ধির আবেদন করা হবে। হজক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন যে সব হজযাত্রীরা ভিসাসহ নানা জটিলতায় এখনো যেতে পারেননি তাদের ৭ আগস্ট থেকে পাঠানো শুরু হবে।

হজযাত্রীদের দুর্ভোগ লাগবে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ত্বরিৎ যথাযথ পদক্ষেপ নেবেন এমনই প্রত্যাশা করে দেশের মানুষ।

ঢাকা থেকে মাহমুদ হাশিম।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040