ভিসা জটিলতায় হজফ্লাইটে বিলম্ব, বাতিল ১৯টি ফ্লাইট
  2017-08-05 19:45:23  cri
ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে শনিবার দিনের প্রথম হজফ্লাইটটি কয়েক ঘন্টা বিলম্বে সকাল ৭টায় ছাড়ে।

দিনের আরো দুটি হজফ্লাইট আগের দিনই বাতিল করে কর্তৃপক্ষ। এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ১৯টি হজফ্লাইট বাতিল হলো। ভিসা জটিলতা ও মোয়াল্লেম ফি বাড়ানোসহ নানা জটিলতায় এ বছর ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার হজযাত্রী। জানা গেছে ৬৩৫টি হজ এজেন্সিকে টিকেট বিক্রির দায়িত্ব দেওয়ার কথা থাকলেও মাত্র ৭০টি এজেন্সি এ দায়িত্ব পালন করছে। এ সব অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়ছেন হাবের মহাসচিব। আর ১৭ আগস্টের পর হজে ভিসা পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে হজ অফিস।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040