শপথ নিয়েছে পাকিস্তানের নতুন মন্ত্রিসভা
  2017-08-05 17:09:39  cri
আগস্ট ৫: পাক প্রেসিডেন্ট ভবনে গতকাল (রোববার) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছে দেশটি নতুন মন্ত্রিসভা। প্রেসিডেন্ট মামনুন হুসেইন, নতুন প্রধানমন্ত্রী শাহেদ খাকান আব্বাসি, বিভিন্ন পার্টি ও সামরিক কর্তৃপক্ষ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাকিস্তানের জাতীয় টেলিভিশনের তথ্যানুসারে নতুন মন্ত্রিসভায় ২৬ জন সদস্য রয়েছেন। এ ছাড়া ৪৩ জন এ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন মন্ত্রিসভায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী, জলসম্পদ ও বিদ্যুতমন্ত্রী খাওয়াজা মুহাম্মাদ আসিফ পররাষ্ট্রমন্ত্রী, সাবেক বাণিজ্যমন্ত্রী খুরাম দস্তগির খান প্রতিরক্ষামন্ত্রী এবং সাবেক পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন।

নতুন মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন। মন্ত্রিসভার সদস্যের মধ্যে পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলের সদস্যদের সংখ্যা বেশি। বিশ্লেষকরা মনে করেন, এর মূল লক্ষ্য মুসলিম লীগ (নেওয়াজ) প্রভাবিত অঞ্চলে আস্থা বাড়ানো এবং আগামী বছর সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040