ভারতীয় বাহিনীর চীনা সীমান্ত লঙ্ঘন বিষয়ে বেইজিংয়ের প্রতিক্রিয়া
  2017-08-04 15:48:44  cri
অগাষ্ট ৪: চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে সম্প্রতি ভারতীয় বাহিনীর চীন সীমান্ত অতিক্রম করার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।

উল্লেখ্য বুধবার চীন 'ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর চীন-ভারত সীমান্তের সিকিম অংশে চীনের ভুখন্ডে প্রবেশের ঘটনা ও চীনের অবস্থা' শীর্ষক লিখিত বক্তব্য প্রকাশ করে।

মুখপাত্র জানান, বক্তব্যে বলা হয়েছে, ১৬ জুন চীন নিজের ভূখন্ড দংলাং এলাকায় সড়ক মেরামত করছিল। এর আগে চীন ১৮ মে ও ৮ জুন দু'বার ভারতকে এ তথ্য আগাম জানিয়েছিল। কিন্তু ভারত কোন জবাব দেয়নি। ১৮ জুন ভারতীয় বাহিনীর ২৭০জন সৈন্য অস্ত্র নিয়ে সিকিম অংশে সীমান্ত অতিক্রম করে চীনের ভূখন্ডের ১শ' মিটারের বেশী ভিতরে প্রবেশ করে।

তিনি জানান, লিখিত বক্তব্যে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের বিধান গুরুতরভাবে লঙ্ঘন করার অভিযোগ করে ভারতকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

(ছাই/ মহসীন/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040