পাক প্রধানমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাত্
  2017-08-04 15:33:31  cri

অগাস্ট ৪: পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত সুন ওয়ে তুং গতকাল(বৃহস্পতিবার) দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে আব্বাসি বলেন, চীন সবসময় পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু এবং পাকিস্তান আশা করে দু'পক্ষের বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় আরও বেশি সাফল্য অর্জিত হবে।

আব্বাসি আরও বলেন, পাকিস্তান ও চীনের সহযোগিতা অত্যন্ত ফলপ্রসূ এবং পাকিস্তানের নানা মহল পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোর নির্মাণকে সমর্থন করে। পাকিস্তানের উন্নয়নে চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী আব্বাসি। তিনি পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোর ও দু দেশের নানা ক্ষেত্রের বাস্তব সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

জবাবে সুন ওয়ে তুং বলেন, প্রধানমন্ত্রী আব্বাসির নেতৃত্বে পাকিস্তান সরকার দেশের ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে প্রচেষ্টা চালাবে বলে বিশ্বাস করে চীন। তিনি আশা প্রকাশ করে বলেন, চীন-পাকিস্তান সম্পর্ক দ্রুত উন্নয়ন প্রবণতা বজায় রেখে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডার নির্মাণ অব্যাহত রাখবে পাকিস্তান। পাশাপাশি, চীন-পাকিস্তান সার্বক্ষনিক কৌশলগত সহযোগিতা অংশিদারি সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সুন ওয়ে তুং।

(শিশির/ মহসীন/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040