হৃদয় এখনো তোমার জন্য অস্থির
  2017-08-04 15:46:02  cri




সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান 'তোমার জন্য গান'। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা এবং টুটুল।

মুক্তা: আজকের অনুষ্ঠানের শুরুতে আমি কণ্ঠশিল্পী আদু'র পরিচয় করিয়ে দিবো। তিনি ১৯৭৩ সালের ১১ মার্চ সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। আদু সঙ্গীত মহলে প্রবেশ করার আগে একজন শ্রমিক ছিলেন। তিনি বন্ধুর সঙ্গে এক সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর সঙ্গীত মহলে প্রবেশ করেন। ২০০২ সালের এপ্রিলে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। নভেম্বরে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০০৩ সালে তিনি 'সে অবশ্যই তোমাকে ভালোবাসে' নামের গান দিয়ে হংকংয়ের ১০টি শ্রেষ্ঠ গানের পুরস্কার লাভ করেন। ২০০৪ সালে তিনি বেইজিংয়ে কাজ উন্নয়ন শুরু করেন। তার সঙ্গীত মহলে প্রবেশের দুই বছরে তিনটি প্রকাশিত অ্যালবাম সারা বিশ্বে ৫০লাখ কপি বিক্রি হয়। আজকের অনুষ্ঠানে আমরা আদু'র কণ্ঠে 'সে অবশ্যই তোমাকে ভালোবাসে' নামের গান শোনাবো।

টুটুল: 'সে অবশ্যই তোমাকে ভালোবাসে' গানের কথা এমন, 'আমি গাড়িতে লুকিয়ে থাকি, হাতে শ্যাম্পেইন ধরি। তোমাকে জন্মদিনে বিস্ময়কর উপহার দিতে চাই। তুমি আস্তে আস্তে আসছো, কিন্তু আমি দু'জনের কণ্ঠ শুনেছি। আমি এ অবস্থা মোকাবিলা করতে পারি না। আমি মাত্র বিচলিত হই। আমি গাড়ির নিচে থাকতে চাই, কিন্তু গাড়িতে থাকি না। মাত্র দেখছি তোমরা কত মিষ্টি সময়ে থাকো। এ অবস্থায় আমি তোমাকে ত্যাগ করতে পারি। আমাকে ত্যাগ করার সাহস দাও। সে অবশ্যই তোমাকে খুবই ভালোবাসে। সে আমার চেয়ে ভালো। সে অবশ্যই তোমাকে খুবই ভালোবাসে'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ১)

মুক্তা: বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একজন নারী কণ্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দিবো। তিনি হলেন চিন হাই সিং। তিনি ১৯৭৮ সালের ৩০ অক্টোবর বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী, উপস্থাপিকা ও ডাবিং শিল্পী। তার মা একজন সঙ্গীত শিক্ষক। তিনি পাঁচ বছর বয়স থেকে পিয়ানো ও বাঁশি বাজানো শেখা শুরু করেন। তিনি ১১ বছর বয়স থেকে গান গাওয়া শেখা শুরু করেন। তিনি যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সুযোগ ত্যাগ করে সঙ্গীত জগতে প্রবেশ করেন। ১৯৯৯ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি পৃথক পৃথকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চিন হাই সিং'র কণ্ঠে 'তখনকার আকাশ' নামের গান শোনাবো।

টুটুল: 'তখনকার আকাশ' নামের গানের কথা এমন, 'হৃদয় এখনো তোমার জন্য অস্থির। আস্তে আস্তে কোমল হৃদয় ভরপুর। তুমি বাতাসে লুকিয়ে গেছো। আমার প্রতিটি ক্রিয়া নিয়ন্ত্রণ করো তুমি। আমি তখনকার নিজেকে ঘৃণা করি। ভালোবাসায় এত ব্যথা। তুমি বের হবার সময় আমি একটু হালকা হাসি দিয়েছিলাম। কিন্তু এখন আকাশে রঙ হারিয়ে গেছে। তখন আমরা কত সুখে ছিলাম। আমরা প্রেমী ও বন্ধুর মত। আমাদের কোনো প্রতিশ্রুতি দরকার নেই। কখন, কি ধরনের ভুলের কারণে আমরা দু'জন বিচ্ছিন্ন হয়ে গেছি। পিছনে শুধুমাত্র মেঘাচ্ছন্ন আকাশ। তুমি চলে যাওয়ার পর, আমি আগের স্থানে আছি। কোনো মানুষ আমার সঙ্গে থাকলেও হৃদয় শুণ্য। আমি তোমাকে জিজ্ঞাস করতে চাই, আমাকে এখনো কি ভালোবাসছো'? আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুবো।

(গান ২)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন চিন হাই সিং'র কণ্ঠে 'তখনকার আকাশ' নামের গান। এখন আমি আপনাদেরকে আরেকজন নারী কণ্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দিবো। তিনি হলেন চিন শা। তিনি ১৯৮৩ সালের ১৪ মার্চ শাংহাইতে জন্মগ্রহণ করেন। ২০০২ সালে তিনি এক টিভি সিরিজে পরিবেশনা করার পর বিনোদন জগতে প্রবেশ করেন। ২০০৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি এ অ্যালবাম দিয়ে এ বছরে সবচেয়ে জনপ্রিয় নারী কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০১৩ সালে তিনি চলচ্চিত্রে পরিবেশনা করেন। আজকের অনুষ্ঠানে আমি চিন শা'র কণ্ঠে 'বায়ু' নামের গান শোনাবো।

টুটুল: 'বায়ু' গানের কথা হল, 'আমরা দু'জন একই বায়ুতে বাঁচি। কিন্তু কখনো কখনো শ্বাসক্রিয়া করতে চাও না। আমরা ত্যাগ করে চলে যেতে চাই না। আমি ভারসাম্য হারিয়ে ফেলেছি। আমি তোমাকে কোনো কথা বলতে চাই না। যে আমি তোমাকে দিয়েছি, তা তোমার আশার চেয়ে আরো বেশি। কিন্তু আমি জানি না যে, তুমি আমাকে পছন্দ করো না। তোমাকে ভালোবাসতে অনেক সাহস প্রয়োজন। আমি জানি যে, আমি করতে পারি। আমরা দু'জন একই বায়ুতে থাকতে চাই'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৩)

মুক্তা: বন্ধুরা, এখন আমি আপনাদেরকে 'ইঁদুর চালকে ভালোবাসে' নামের গান শোনাবো। গানটি গেয়েছেন ইয়াং ছেন কাং। তিনি ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি হুবেই প্রদেশের উহান শহরে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সাল থেকে তিনি গিটার শেখা শুরু করেন। তখন থেকে পাঁচ বছরের মধ্যে তিনি হাজারেরও বেশি পরিবেশনায় অংশ নেন। ২০০৪ সালে তিনি 'ইঁদুর চালকে ভালোবাসে' নামের গান প্রকাশ করার পর চীনে জনপ্রিয় হন। ২০০৯ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। সঙ্গীত ছাড়াও তিনি টিভি সিরিজ ও চলচ্চিত্রে পরিবেশনা করেন।

টুটুল: 'ইঁদুর চালকে ভালোবাসে' গানের কথা এমন, 'আমি তোমার কণ্ঠ শুনেছি। আমি বিশেষ অনুভূতি পেয়েছি। আমি তোমাকে ভুলে যেতে চাইবো না। একজন মানুষ চিরদিন আমার মনে থাকবে। যদি একদিন আমার ভালোবাসা বাস্তবায়িত হয়, তাহলে আমি সুষ্ঠুভাবে তোমাকে সুরক্ষা করবো। পথ কত দীর্ঘ, তা বাস্তবায়িত হবে। আমি তোমার কানের কাছে আস্তে আস্তে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি, ইঁদুর চালকে ভালোবাসার মত তোমাকে ভালোবাসি। প্রচণ্ড বাতাস ও ঝড়ে আমি তোমার কাছে থাকবো। আমি তোমাকে মিস করি, অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও আমি তোমাকে ত্যাগ করবো না'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'ইঁদুর চালকে ভালোবাসে' নামের একটি গান। আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন কয়েকটি বাংলা গান শোনাবো, কেমন?

(বাংলা গান)

টুটুল: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn

মুক্তা: এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

মুক্তা/টুটুল: চাই চিয়ান। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040