আজের টপিক ২ আগস্ট: সমার্ট লাইফ, আমাদের জীবনকে কত পরিবর্তন দিয়েছে?
  2017-08-02 17:00:02  cri


সুপ্রিয় শ্রোতা, সম্প্রতি টেন্সেন্ট কম্পানি ও চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের ছুয়াং ইয়াং গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে 'স্মাট জীবন সুচনা প্রতিবেদন ২০১৭' প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ক্রেতাদের দৈন্যদিন কেনাকাটার অভ্যাস বিষয়ে এখন ৪০ শতাংশ মানুষ ১০০ ইউয়ানেরও কম নগদ টাকা নিয়ে বাসা থেকে বের হয়। এখান থেকে স্মাটফোনের মাধ্যমে মানুষের জীবনে কত পরিবর্তন এসেছে কিছুটা বোঝা যায়। আজকের টপিক অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়ে কথা বলবো।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040