আফগানিস্তানে ইরাকী দূতাবাসে আইএসের হামলা
  2017-08-01 13:51:41  cri
অগাস্ট ১: আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, এ'দিন রাজধানী কাবুলে ইরাকী দূতাবাস সশস্ত্র হামলার শিকার হয়েছে। এতে দূতাবাসের বাইরে একজন পুলিশ আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ১১ টার কিছু পর একজন আত্মঘাতী হামলাকারী দূতাবাসের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। অন্য ৩ জন সশস্ত্র হামলাকারী ভবনটির ভেতরে প্রবেশ করে এবং নিরাপত্তা কর্মীদের সাথে গোলাগুলিতে লিপ্ত হয়। প্রায় ৪ ঘন্টা ধরে চলা গোলাগুলিতে তিন হামলাকারী নিহত হয়।

দূতাবাসের ভিতরে হতাহতের অবস্থা এখন পর্যন্ত জানা যায় নি। তবে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দূতাবাসে অন্তত ১ জন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।

(সুবর্ণা/মহসিন/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040