পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ; অন্তবর্তীকালীন দায়িত্বে শহীদ খাকান
  2017-07-30 18:49:23  cri
জুলাই ৩০: পাকিস্তানের ক্ষমতাসীন পার্টি পাকিস্তান মুসলিম লীগ (এন) গতকাল (শনিবার) পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ও পদত্যাগী প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছে। দলের সিদ্ধান্ত অনুসারে, পার্লামেন্টে শাহবাজের এ মনোনয়ন অনুমোদিত হবার আগ পর্যন্ত, জ্বালানিমন্ত্রী শহীদ খাকান আব্বাসী অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। পাকিস্তানের সদ্যপদত্যাগী প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের সভাপতিত্বে শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত দলের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

পাকিস্তানের আইনে অনুসারে, জাতীয় সংসদের সদস্যরাই কেবল প্রধানমন্ত্রী হতে পারেন। অথচ শাহবাজ শরীফ সংসদসদস্য নন। তাই তাকে নেওয়াজ শরীফের ফাঁকা আসনে উপ-নির্বাচনের মাধ্যমে বিজয়ী করে সংসদে আনার পরিকল্পনা করছে দল।

উল্লেখ্য, শহীদ খাকান আব্বাসী দেশের অন্তর্বর্তিকালীন প্রধানমন্ত্রী হিসেবে ৪৫ দিন দায়িত্ব পালনের সুযোগ পাবেন। (জিনিয়া ওয়াং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040