দুর্যোগ মোকাবেলায় ঢাকায় জাতীয় কনভেনশন
  2017-07-30 16:41:03  cri

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় কনভেনশন। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কনভেনশনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

ত্রাণমন্ত্রী বলেন, এ বছর ঘূর্ণিঝড় মোরা, পাহাড় ধস ও বন্যাসহ অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ সরকার সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছে। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ গবেষক ড. জামিলুর রেজা চৌধুরী। দুর্যোগের নানা কারণ তুলে ধরে তিনি সরকারকে এ বিষয়ে সময়োপযোগী ব্যবস্থা নেওয়া পরামর্শ দেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040